Saturday, July 12, 2014

লাকি লুক - Daltons Redeem Themselves (Book# 36)

ছোটবেলায় গল্পের বই যেমন পড়তাম, তেমনি পড়তাম কমিকসের বই। কিনে গল্পের বই পড়ার মতো অবস্থা আমাদের তেমন ছিলো না, তাই বেশিরভাগই বই-ই আমাদের বাড়িতে আসতো এই অঞ্চলের দুই লাইব্রেরী থেকে - আর কিছু এর-ওর কাছ থেকে চেয়ে-চিন্তে। এই ভাবে বই পড়তে গিয়ে একটা কথা খাঁটি জেনেছিলাম যে বেশীরভাগ মানুষই যতো-না বই পড়তে ভালোবাসে, তার থেকেও বেশি ভালোবাসে স্রেফ বই-জমাতে। আর সবথেকে বেশী ভালোবাসে অন্যদেরকে জানান দিতে যে "সেই বইটা তার আছে" !! কিন্তু বইটা ধারে-পড়ার জন্যে তার কাছে চাইতে যাও, ব্যসস, হয়ে গেলো - তক্ষুনি সে আর তোমাকে চেনে না !! এই ধারা আমি আজও দেখে চলেছি !! আপশোসের কথা হলো বাচ্চাদের চেয়ে ধেড়ে-রাই বরং এই ধরনের হাস্যকর কাজকর্ম বেশী  করে - সে শহরতলীতেই বলো, কি দেশে বা বিদেশেই বলো, কি ফেসবুক বা ট্যুইটারেই বলো!! এর ব্যতিক্রমী স্বভাবের লোক যে একদম নেই তা ঠিক নয় - কিন্তু অনেক অনেক কম।   

ইন্দ্রজাল, টিনটিন, আর অ্যাস্টেরিকসের পর হাসির কোন কমিকস পড়া যায়, তা ভাবতে ভাবতে একসময় "লাকি লুক" পড়া শুরু করেছিলাম। এই সিরিজের সবকটা গল্পই যে দারুণ ভালো, তা কিন্তু নয় ঠিকই - তবুও এর স্ট্যান্ডার্ড অন্যান্য পপুলার হাসির কমিকসের থেকে অনেক বেশি উঁচু-তারে বাঁধা। আরও আশার কথা হলো, এই সিরিজটি এখনও নিয়মিত ভাবে প্রকাশিত হয়ে চলেছে।   

ডালটনদের একটি গল্প আমি সবেমাত্র Amazon থেকে কিনেছি - Book No. 36 - সেটা পড়তে খারাপ লাগছে না। আঁকড়ে-ধরা ধেড়েদের মতো না-হয়ে এই কমিকসটির কিছু পাতা আমি এখানে শেয়ার করলাম। হোপফুলি এতে আইনগত: কোনো অসুবিধা হবে না, কারণ কপিরাইট সংক্রান্ত কোনও সাবধানবাণী আমি বইটার কোথাও দেখতে পাই নি। আর যদি হয় সেরকম কিছু হয় তো এই পোস্ট ডিলিট করে দিতে হবে। আশা করবো যারা ডাউনলোড করবে, তারা কেবলমাত্র ভালোবেসে পড়ার জন্যেই করবে, নিজেদের ব্লগে রি-আপলোড করার জন্যে, বা সস্তায় টাকা কমানোর কু-মতলবে নয় !!  

Book No: 36   
So, who are these 'Daltons'?
Wikipedia answer: The Daltons are fictional outlaws who regularly appear in the Lucky Luke comic book series and are recurrent villains. They were created by Morris and writer René Goscinny. They are loosely inspired by the real-life Dalton Gang, and billed as their cousins.

The "real" Daltons: Bob, Grat, Bill and Emmett - appear in the Lucky Luke adventure "Hors-la-loi" written and drawn by Morris in 1951. Morris drew them absolutely identical in everything but height, which varied from Bob, the shortest and most dangerous, to the tallest Emmett. At the end of the story the Daltons are all killed in a raid the town of Coffeyville, Kansas where two of the real-life Daltons, Bob and Grat, were also killed. (In reality, Emmett was wounded in the Coffeyville shootout and subsequently jailed, while Bill Dalton did not take part in the raid.)   



4 comments:

  1. thanks a lot for the lucky luke .............. please share if possible more of it .......... also some iznogoud if possible ..............

    ReplyDelete
  2. Thanks for this Luke comics! R blog-tao bhalo hocche.. :))

    ReplyDelete