Monday, July 28, 2014

দশ অবতার - শ্রী নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়

"Yada Yada Hi Dharmasya 
       Glanir Bhavati Bharata 
Abhyutthanam Adharmasya 
       Tadatmanam Srjamy Aham
Paritranaya Sadhunam
     Vinasaya ca Duskrtam
Dharma-samsthapanarthaya
               Sambhavami Yuge Yuge..."

(Translation from 'Bhagavad Gita' As It is: "Whenever and wherever there is a decline in religious practice, O descendant of Bharata, and a predominant rise of irreligion -- at that time I descend Myself.In order to deliver the pious and to annihilate the miscreants, as well as to reestablish the principles of religion, I advent Myself millennium after millennium...")

This is one of my favorite verses from the Bhagvad Gita. আশির দশকে তৈরী  বি. আর. চোপড়ার 'মহাভারত' TV সিরিয়ালের দৌলতে শ্রীকৃষ্ণের এই শ্লোক বা বাণী আমাদের সামনে এক নতুন ভাবে দেখা দিয়েছিলো। মানবজাতিকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে বাঁচাতে ঈশ্বর যুগে যুগেই নানান 'অবতারের' রূপে এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন, এবং প্রয়োজনে আবারও হবেন, তা বলে গিয়েছেন এই শ্লোকের মধ্যে দিয়ে। ধরাধামে আবির্ভূত হওয়া তাঁর সেই সব রোমাঞ্চকর কাহিনীগুলোকেই একসাথে বলা হয়ে থাকে 'দশ অবতার', যার সবগুলোর নাম আজ আমরা অনেকই জানিনা - বা জানলেও কিছু কিছু এখন ভুলে গেছি। 

সেই ভুলে যাওয়া কাহিনীগুলোকে আবার সবার সামনে তুলে ধরার প্রয়াসেই হলো আমার আজকের এই 'দশ অবতার'-এর পেজটি। গল্পগুলিকে কি সুন্দরভাবেই না বর্ণনা করে গিয়েছিলেন সেকালের খ্যাতনামা লেখক, শ্রদ্ধেয় 'শ্রী নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়' মহাশয়। গল্পগুলির সবকটিই একসাথে  প্রকাশিত হয়েছিলো আজ থেকে বহু বহু বছর আগে, ১৩৫৮ সালের অশ্বিনের মহালয়ার পুণ্যতিথিতে, 'দেব সাহিত্য কুটির' থেকে - নাম ছিলো 'অভিষেক'।  
  

সুতরাং আর দেরী না করে পড়ার জন্যে নিচের লিংকটিতে এবারে ক্লিক করুন...

দশ অবতার
(Size: 7.5 MB )



1 comment: