Sunday, July 13, 2014

Iznogoud - The Wicked Wiles of Iznogoud (Vol: 1)

একান্নবর্তী ফ্যামিলিতে বড়ো হবার মধ্যে যেমন নানান সুবিধা আছে, তেমনি কিছু অসুবিধাও লুকিয়ে থাকে - যেমন হলো কথায় কথায় দাদা-বাবা-জ্যাঠা ইত্যাদি আরও হরেক রকমের লোকেজনদের কাছ থেকে, 'পান থেকে চুন খসলেই' নিদান শোনা: এর দ্বারা কিসস্যু হবে না - এ পুরো গোল্লায় গেছে - He is no good !!  - তা এরকম কোনো কথা দিয়ে যে কোনো গল্পের বইয়ের নাম হতে পারে - তা আমার জানা ছিলো না।  দেশে থাকাকালীন অঞ্জন দত্তের এরকম একটা গান শুনেছিলাম, নাম ছিলো 'ক্যালসিয়াম' - তিনি ছিলেন এক নমস্য ব্যক্তি, তাই গানের কথার মধ্যে 'প্যাঁদানি' শব্দ আনতে দ্বিধাবোধ করেন নি।  এদেশে আসার পর Goscinny-র হাত ধরে 'লাকি লুক'-এর পর আরেক যে ক্যারেক্টারের মুখোমুখি হয়েছিলাম সেটি হলো: 'ইজনোগুড', অর্থাৎ He is no good !!

এই ব্লগে সেই 'ইজনোগুড'-এর প্রথম গল্পটি আপলোড হলো -  দেখা যাক ক'জনে এটা পড়তে চায়, বা ক'জনের ইজনোগুড-কে আদৌ ভালো লাগে... 
Vol: 1

Who is this IzNoGoud?
This is another great comic written by the great René Goscinny - as always when he is involved there's a lot of humor and while Tabarys art isn't as good as Uderzo's, the characters are still well drawn.

Theme:
Once upon a time in the mysterious Bagdad lived a benevolent caliph named Haroun al Plassid. Everyone was happy under his reign but the caliphs evil Grand Vizier "Iznogoud", who desperately wanted to be `Caliph instead of the Caliph'. He comes up continuously with various plans to get rid of Haroun and usurp his throne, but those plans always backfire on the miserable Iznogoud himself !!

Iznogoud's penchant for evil invention, together with the charming illustrations and witty dialogue makes for charming albums, by the same writer, who brought Asterix. In fact in 'Asterix and the Magic Carpet', a reference to Iznogoud was made, as Asterix and friends is to battle against Watzisname, Iznogoud's evil cousin in India, in order to save the lovely Princess Orinjade.


The Wicked Wiles of
Iznogoud  (
89.1 MB)









1 comment:

  1. :):):):):):) thanks for uploading ............ darun mojar ......... dukher bisoi banglai mone hoi beroi ni ........ ami jodio englishe koekta porechi ........

    ReplyDelete