ভৌতিক ও অতিলৌকিক গল্পসমূহ


ভূতের গল্পের প্রতি আপামর বাঙালী পাঠকের এক অন্য ধরনের টান আছে। ভূতের ভয়ে, আতঙ্কে গায়ের লোম সব খাড়া হয়ে উঠে ক্ষিদে, বাথরুম, ঘুম, স-ব মাথায় উঠলেও বাঙালির যেন ভূতের গল্প না-হলে চলে না - বিশেষ করে টিপটিপে বর্ষার সন্ধ্যায়, বা কনকনে ঠান্ডার রাতগুলোতে। ঘরের বিছানায় হ্যারিকেনের মৃদু আলোকে ঘিরে, ভাই-বোনে সবাই মিলে শুয়ে-বসে ভূতের গল্প পড়ার মজাই ছিলো আলাদা। বাইরে অঝোরে ঝরে চলতো ঝমঝম করে একটানা বৃষ্টি, চারিদিকে একটু স্যাঁতসেতে আবহাওয়া - এমন রাতে ভূতের ভয় আসতে বাধ্য !! আধো-আলো, আধো-অন্ধকার ঘরেতে বসে, তেলে মাখা মুড়ি-চানাচুরের সাথে গরম চায়ে চুমুক দিতে দিতে পড়া প্রেত-অশরীরীদের কাণ্ডকারখানা, নির্ভেজাল ভয়ের সাথে সাথে যে আনন্দটুকু দেয়, তা বোধহয় লাখ টাকাতেও কেনা যাবেনা।


এই ব্লগে থাকা বেশ কিছু ভৌতিক ও অতিলৌকিক গল্পগুলোর লিংক এখানে একসাথে দেওয়া হলো। এই গল্পগুলো জীবনের বিভিন্ন সময়ে পড়ে ভয়ও যেমন পেয়েছি, তেমনি কাহিনীর বাঁধুনির সাথে পরিচিত হয়ে, তাদের তারিফ না-করেও থাকতে পারিনি।    


১. তারানাথ তান্ত্রিকের প্রথম ও দ্বিতীয় গল্প - বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
২. তারানাথ তান্ত্রিকের গল্প - তারাদাস বন্দোপাধ্যায় 
৩. অন্যান্য ভূতের গল্প - বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
Link: তারানাথ তান্ত্রিকের সকল গল্প   


৬. হারেমের শয়তান - রাজকুমার মৈত্র 


1 comment:

  1. bhoutik/ olukik ba otiloukik golper proti amar chirokaler akorshon. ekaler lekhokder lekhay sei rohossomoyota khuje pai na hoy rohosshomoyota, olukik bepar guli amader jibon thekei harie gese. bivutivushon er olukik golpo guli osadharon bisesh kore taranath tantrik er prothom golpota to odvut mayay mon jurie dey..khub afsos lagto uni keno taranath tantrik ke niye mote duita lekhai likhlen...onek pore taradash bandapaddhay er lekha taranath tantrik er golpo gulo porar sujog hoy ebong ebareo afsos hoy unio keno aro beshi likhlen na..golpo gulo abar peye khub valo laglo...baki lekhagulo ekhon gograshe gilo..onek dhonnobad

    ReplyDelete