Pages

Sunday, January 15, 2017

পিওন থেকে প্রকাশক - বাদল বসু

বাদল বসু ছিলেন আনন্দ পাবলিশার্সের প্রাক্তন-প্রকাশক। তাঁর জন্ম ১৯৩৭ সালে ঝাড়গ্রামের দহিজুড়িতে। ছোটবেলা গ্রামের বাড়িতে কাটালেও পরে তিনি চলে আসেন কলকাতায়। শুরু হয় জীবন সংগ্রাম। প্রথম জীবনে তিনি ঘি বিক্রি করেছেন, চালের দোকানে বসেছেন। তারপর ছাপাখানার কাজ। জীবনের চরাই-উৎরাই ধাপে-ধাপে পেরিয়ে একসময় তিনি হয়েছিলেন আনন্দ পাবলিশার্সের প্রকাশক। সেই সূত্রে বিভিন্ন বিখ্যাত মানুষদের সান্নিধ্যে আসা, বিশ্বের বিভিন্ন বইমেলায় অংশগ্রহণ করা এবং প্রকাশক হিসাবে অগুন্তি ভালো ভালো বাংলা বই প্রকাশ করা। 

বাদল বসুর জীবন ছিলো সব দিক থেকেই বর্ণময়। সেই বর্ণময় জীবনে তিনি পেয়েছিলেন সত্যজিৎ রায় থেকে রবিশঙ্কর, নীরদচন্দ্র চৌধুরী, অমর্ত্য সেন, শিবরাম চক্রবর্তী, গৌরকিশোর ঘোষ, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ বসু, শক্তি চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষ, গুন্টার গ্রাস, সলমন রুশদির মতো বিভিন্ন বিখ্যাত মানুষের কাছে আসা। তিনি মিশেছেন নানান ধরণের মানুষের সাথে। সাক্ষী থেকে গেছেন প্রচুর ঘটনার। সেই সব অভিজ্ঞতার কথাই তিনি টানটান গদ্যে লিখে গিয়েছেন তাঁর আত্মজীবনীমূলক লেখা, "পিওন থেকে প্রকাশক" গ্রন্থে। যে লেখা পড়লে শুধু সেইসব মানুষজনদের নিজস্ব জগৎকেই চেনা যায় না, সেই সঙ্গে চেনা যায় এক সময়কে। 

প্রথম প্রকাশ: এপ্রিল ২০১৬ (আনন্দ পাবলিশার্স,  মূল্য: ৬০০/-)

বাদল বসু আক্ষরিক অর্থেই ছিলেন এক যুগের সাক্ষী। যে যুগ নিয়ে ছিলো বাঙালির প্রচুর গর্ব। দেশ পত্রিকায় ধারাবাহিক হিসেবে প্রকাশিত হওয়ার সময়ই তাঁর এই লেখা আলোড়ন ফেলে দিয়েছিলো। লেখাটি শেষ করলেও 'দেশ' পত্রিকায় তার সম্পূর্ণ প্রকাশ তিনি দেখে যেতে পারেন নি। ২০১৫ সালে ৯ অক্টোবরে তাঁর জীবনাবসান হয়।    
    
আমাদের আজকের এই পোস্টে রইলো তাঁর সেই বিখ্যাত গ্রন্থটি থেকে শ্রদ্ধেয় সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়শীর্ষেন্দু মুখোপাধ্যায়-কে নিয়ে লেখা ৩৬ পাতার দুটি পরম সুখপাঠ্য আর্টিকেল।

বইটির মূল্য (৬০০/-) আমার মতে একটু বেশিই করা হয়েছে, বিশেষতঃ বিদেশে বই পাঠানোর মাসুলকে গণ্য করলে মূল্যটি চার অঙ্ক ছাড়িয়ে যায়। কিন্তু এরকম প্রাণোচ্ছল, স্বচ্ছ সরল লেখনী সেই অভিযোগ নিমেষেই মিটিয়ে দেয়।    


পিওন থেকে প্রকাশক   
(SIZE: 8.5 MB)