Wednesday, December 31, 2014

Happy New Year - Last Phantom (অপেরায় সন্ত্রাস)

*** Happy New Year - 2015 ***

Another New Year is approaching - bringing back so many old memories - making me nostalgic. I remember when I was in nineth or tenth grade, one of my close friends came to our home on January 1st afternoon, to exchange 'New Year' greeting card. But soon I found out he did not bring any card, rather bought a new Phantom comics for me!! It was so unexpected that I almost cried out in joy, and gave him a big, tight hug! That is definitely the best New Year gift I've ever received, and probably the very first spontaneous hug in my life.

Time is a treacherous thing as it never allows us to go back to the old days, the paste tastes. We can only try to keep alive the fragrance of those golden memories through our kids. Anyways, let's not spoil this festive seasonal mood, rather cheer to welcome new year. Wish You All a Very Happy, Prosperous New Year... 


On this auspicious occasion let's enjoy the very last Phantom story written by Lee Falk. I made another humble attempt to translate it in 'Bengali' language. The original story was in Black and white - one of the enthusiastic Phantom fans, Celso Nunes (Nickname: 'Perth'from São Paulo, Brazil) did an excellent job to make it a  beautiful, colored version.



The first phantom story (1936) created by Lee Falk was "The Singh Brotherhood" and his last Daily & Sunday strip stories (1999) were "Terror at the Opera" and "The Kidnappers" respectively. These two stories were actually finished by his wife (Elizabeth Falk) by taking dictations from Falk, after he was hospitalized due to serious health condition. It is said that while Falk was in hospital, he whipped off his oxygen mask to dictate these story-lines.
Green countries have regular Phantom publications, while Blue ones print the
dailies/Sundays in newspapers.
[Source: Wikipedia]

~ ~ ~ *** ~ ~ ~ 
New year brings new promises, new responsibilities, more and more unknown challenges. I hope everyone is doing well. Whatever point we are currently at in life, whether mundane or not, there will surely be something that will make us all grow, till we are alive. 


Love life and life will love you back. Love people and they will love you back.” 
                                   --- Arthur Rubinstein (American classical pianist)


শেষ বেতাল by লী ফক 
(Size: 16.2 MB)





Wednesday, December 24, 2014

Merry Christmas - The Cold Deck Switch (Rip Kirby)

*** Merry Christmas - Happy Holidays ***


Cake Shopping on Christmas Eve - Hogg Market,  Calcutta
[Source: Wikimedia]
Christmas has always been special since my childhood days, though at that time we did not have much jazzy lights, or sparkling decorations - no Santa or Christmas trees - no new gifts, dresses or toys... all we wished for: 'cake', 'cake' and nothing but the 'Christmas cake' !!   Our annual exams used to be over in the first week, or definitely by the 2nd week of December. So rest few weeks all we cared about: kite flying, reading lots of story books, picnic planning, playing cricket with 'Cambis ball', and last but not the least, having a cake on Christmas morning, 'বড়ো দিন ', the Dec 25th!!! Looking back now I hardly believe how simple and amazing were those days, and how little were our expectations !

On the eve of Christmas my dad or sometime my elder brother(s) would buy a large, fruit cake from "Hogg Market" (New Market), together with a bunch of big, puffy Oranges and Singaporean Bananas. Throughout that night we kept on taking a peek of that 'dream cake', inhaling its sweet aroma as much as, and as close as possible. On next morning after brushing the teeth we all hurriedly sit together, and eagerly waited for the cake to be served. One of my elder sisters would cut and distribute that mysterious cake among us. 


Something must be special inside that Christmas cake, which I still could not figure out --- was it the smell?  or taste, texture or its color.... but definitely there were always lot of complains & suggestions on her cutting mechanism, and of course the sharing size of the cake!!  Within next few minutes I would finish eating my allotted cake portion, leaving only a couple of oranges and banana in the plate.... I hate orange/banana in morning hours !!! 


Moving into the 21st century, we realize those good years are well gone by. Things began to change in the late ’90s, and the joy, excitement, glamour started fading. Today’s youth does not care about the Christmas Cake, or having family Christmas breakfast together - rather  heads to discos to dance to Bollywood numbers. Though the times may have changed and we have fast-forwarded into a new world — but still, the spirit remains the same...


 *  * Merry Christmas to every one * * *         

Rip Kirby is a beautiful portrait of the beginning of America’s transformation into the world’s dominant force. After World War-II, literally millions of men returned home to find themselves in a country that was both triumphant and unsettled. They needed new ways of looking at themselves, new stories and new heroes to fill them.  

Rip was more the cerebral type - sorta cool, albeit in a geeky sort of way. He's a renowned scientist and freelance criminologist. He possesses a superior intellect and a brilliant wit, and enjoys classical music, chess and fine brandy. Rip Kirby delivered a two-fisted intellectualism, a guy who might be baffled at first, but who would eventually get all the answers. Reading his stories a half-century later, we can still see how much he influenced us, and all the ways we have tried to live up to his example, and too often, all the ways we have failed.



Rip Kirby - The Cold Deck Swith
Rip was a genuine intellectual, he lived in a swank apartment with a butler, and took in plays and exclusive clubs with his much younger blonde girl friend. He wore a tie and glasses and smoked a pipe. Since Rip was an ex-Marine, he could take a punch or a bullet as well as deliver them. There were spies, gangsters, scientists, femme fatales, and Kirby handled them all like a homegrown James Bond.
Rip Kirby was certainly one of the most successful and longest-running private eye in the comics world. The strip ran for an amazing run of over fifty years, from 1946 to 1999. Written and drawn by Alex Raymond until his death, Rip Kirby is often surprisingly sophisticated in its plots, and it’s cool to see where many of the tropes of later crime shows came from. ("CSI" owes a huge pile of gratitude to Rip and his methods of "scientific detecting").

Read here one of the vintage Rip Kirby adventures, "The Cold Deck Switch" in B&W - it originally continued from September 1952  to  January 1953.


Pagan's Plight (67 MB)
The Cold Deck Switch
   (Size: 55 MB)




Saturday, December 20, 2014

কান্ডজ্ঞান - তারাপদ রায়

সম্প্রতি নতুন একটা প্রজেক্টের কাজে জড়িয়ে পড়ায় বেশ কিছুদিন হলো আর সামাজিক ব্লগগুলোতে বা 'মুখবই'-তে (Facebook !!) তেমন ঘোরাফেরা করা হয়ে ওঠে না। এদেশে অবশ্য খুব কম লোককেই দেখেছি অফিস টাইমে বসে ফেসবুক ব্যবহার করছে, আর যাদেরকেও বা করতে দেখেছি তাদের ৯০%-ই হলো 'এশিয়ান', mainly ইন্ডিয়ান আর চাইনিজ!!  Facebook খোদ অ্যামেরিকান কোম্পানি হলেও, অ্যামেরিকানরাই এটা সব থেকে কম ব্যবহার করে থাকে!!!

সে যাই হোক বহুদিন বাদে Fcebook-এ ঢুকে একটা দারুন হাসির জোকস পড়ে নিজের মনে বেশ কিছুক্ষণ হেসে চললাম। লক্ষ্য করে দেখেছি খুব হাসির কোনো গল্পের মূলে থাকে এক্কেবারে মামুলি, সোজা-সাপ্টা তুচ্ছ এক ঘটনা। সেটাই লেখকের হাতের গুণে তিল থেকে বেড়ে বেড়ে তাল হয়ে দাঁড়ায়। আমরা অনেকেই মনে করি যে হাসির গল্প লেখাটা কোনো ব্যাপারই নয় - কিন্তু আদপেই সেটা বেশ কঠিন - আর তা পরিষ্কার বোঝা যায় আজকালকার লেখকদের লেখা হাসির গল্পগুলো পড়ে। সেইসব গল্পের হাসির ঘটনা থেকে তাঁদের নিজেদের লেখনীর অক্ষমতাই বরং পাঠকের মুখে অনাবিল হাসি এনে দেয় - অনেকটা ঠিক কুখ্যাত 'রোদ্দুর রায়'-এর গানের মতো !!! সত্যি কথা বলতে কি একটা ভালো হাসির গল্প লেখার থেকে একটা  ভালো গোয়েন্দাকাহিনী লেখা অনেক বেশী সহজ। যে কারণে 'তারাপদ রায়' চলে যাবার পর থেকে হাসির গল্পবইয়ের বিক্রিতে বেশ ভাঁটা পড়ে গেছে। এটা অবশ্য আমার নিজের কথা নয়, কলেজ স্ট্রীটের এক নামী প্রকাশকের বক্তব্য... 



ক্রিসমাসের দৌলতে অফিস থেকে বেশ কিছুদিন টানা ছুটি পেয়ে যাওয়ায় বইয়ের তাক থেকে ঝেড়ে-পুঁছে বার করলাম তারাপদ রায়ের প্রথম দিকের লেখা একটি দারুন হাসির রম্যরচনার বই: 'কান্ডজ্ঞান'।  হাসির গল্পের জগৎ তারাপদ রায়ের জন্মের আগেও ছিলো, তাঁর চলে যাবার পরও ঠিকই থেকে যাবে - কিন্তু definitely সেটা কখনোই আর তারাপদ রায়ের জীবিত থাকাকালীন সময়ের মতো জ্বলজ্বলে হয়ে থাকবে না। 


এই পোস্টে দেওয়া হলো সেই 'কান্ডজ্ঞান' বইটি থেকে বেশ কিছু মজার রম্যরচনা - ভালো লাগলে খন্ডে খন্ডে আরও কিছু কিছু এখানে আপলোড করা যেতে পারে......


কান্ডজ্ঞান - ১৯টি গল্প 
(Size: 42 MB)









Sunday, December 7, 2014

Star Wars - The Empire Strikes Back

Star Wars মুভি অরিজিনালি রিলিজ করেছিলো ১৯৭৭ সালে - তখন আমি নেহাৎই ছোটো। আশির দশকের প্রথম দিকে কলকাতায় এলো জর্জ লুকাসের Star Wars সিরিজের পাঁচ নম্বর ছায়াছবি 'The Empire Strikes Back' - এক রবিবারের দুপুরে দাদার হাত ধরে চললাম খোদ কলকাতার 'নিউ এম্পায়ার' সিনেমা হলে। Star Wars-এর কোনো গল্পই আমি তেমন জানিনা, কিন্তু দাদার উত্তেজনার বহর দেখে আমিও মনে মনে ভীষণ উত্তেজনা বোধ করতে লাগলাম। সিনেমার টিকিট কয়েকদিন আগে থেকেই কেটে আনা হয়েছিলো। তাই নিশ্চিন্তমনে আমরা যথাসময়ে হলে ঢুকে পড়লাম। 
'নিউ এম্পায়ার'  - এক কালের prestigious সিনেমা হলের এখন 'মুখ ঢেকে গেছে বিজ্ঞাপনে'
সেই প্রথম আমার কলকাতার কোনো নামী সিনেমাহলে ঢুকে সিনেমা দেখা, তাও আবার বিদেশী, একেবারে খোদ অ্যামেরিকান মুভি!! স্টেজের স্ক্রিনের সামনে ঢেউ খেলানো কালো পর্দার বাহার, সিটের অ্যারেঞ্জমেন্ট, মাথার উপরে সিলিংয়ে ঝিকিমিকি আলোর বন্যা, টর্চ লাইট হাতে সীট-দেখানো হেল্পারদের চোস্ত পোশাক, বেসিক্যালি যাই-ই দেখি তাতেই আমি অবাক চোখে হাঁ-করে থাকি। 

তারপর একসময় ধীরে ধীরে স্টেজের কালো পর্দা উঠে গিয়ে সিনেমা শুরু হলো। এইবার আসল 'হাঁ' যে কি বস্তু তা আমি প্রতি মুহুর্তে টের পেলাম। ইংরাজী ভাষায় হয়ে চলা কথাবার্তার কিছুই মাথায় ঢুকছেনা, কিন্তু তাতে সিনেমার একটা দৃশ্যও বুঝতে অসুবিধা হচ্ছে না, যদিও দাদা মাঝে মাঝে ঝুঁকে পড়ে আমার কানে ফিসফিস করে বলে দিয়ে চলছিলো যে কি ঘটে চলেছে - একেই বোধহয় বলে 'exquisitely simple and user-friendly movie'... 

হাই-ফাই স্পেস-শিপ, অদ্ভুত অদ্ভুত সব ক্রিয়েচার, দারুণ অভিনব আর বিচিত্র রকমের যুদ্ধাস্ত্র, ঘটনার বৈচিত্র আর কাহিনীর অবিশ্বাস্য twist, ক্যারেক্টারদের আকর্ষনীয় পার্সোন্যালিটি, আর সবার উপরে অ-সা-ধা-র-ণ স্পেশাল-এফেক্ট, আমাকে সম্পূর্ণ এক অন্য জগতে নিয়ে চলে গেলো।

একসময় সিনেমা শেষ হয়ে গেলো - আমরা সবার শেষে হল থেকে বার হয়ে এলাম - কিন্তু মাথার মধ্যে ঘুরেই চললো Yoda আর Luke-এর হাঁটাচলা, কথাবার্তা আর যাবতীয় কান্ডকারখানার মুহুর্তগুলো। 

Movie Plot:
The film is set three years after Star Wars. The Galactic Empire, under the leadership of the villainous Darth Vader, is in pursuit of Luke Skywalker and the rest of the Rebel Alliance. While Vader chases a small band of Luke's friends - Han Solo, Princess Leia Organa, and others - across the galaxy, Luke studies the Force under Jedi Master Yoda. But when Vader captures Luke's friends, Luke must decide whether to complete his training and become a full Jedi Knight or to confront Vader and save his comrades.

আশির দশকের তুলনায় টেকনোলজি আজ কয়েক হাজারগুন এগিয়ে গেছে। এখনকার দিনের সায়েন্স ফিকশানদের সাথে সেই পুরানো দিনের সায়েন্স ফিকশানদের তুলনা করা তাই একবারেই বোকামি। কিন্তু তবুও জর্জ লুকাসের Star Wars সিরিজ চিরকালই সায়েন্স ফিকশান-প্রেমীদের মধ্যে এক স্থায়ী জায়গা জুড়ে থেকে যাবে। 


The Empire Strikes Back
(23.5 MB) 







Sunday, November 30, 2014

অস্তাচলের পথে - সব্যসাচী

ছোটবেলায় আমাদের এলাকায় মোট দুটো পাবলিক লাইব্রেরী ছিলো। বাবা একটাতে মেম্বার হয়েছিলেন, আর আরেকটিতে মেম্বার ছিলেন আমার ছোটদা। বাবা ছিলেন দারুণ কর্মব্যস্ত মানুষ, তাই  খুব একটা লাইব্রেরীতে যাবার সময় করে উঠতে পারতেন না, তাই ছোটদা বা ছোটদি, আর পরবর্তী কালে আমি, সেই দুই লাইব্রেরী থেকে বই আনাআনি করতাম। প্রতি কার্ডে মাত্র দুটি করে বই ইস্যু করা হতো, এক সপ্তাহের মধ্যে পড়ে ফেরৎ দিতে হতো, না'হলেই ফাইন দিতে হতো। সেইসব বই যে শুধু আমরাই পড়তাম তা নয় - ছোটদা আর ছোটদির নানান বন্ধুরা, পরবর্তীকালে আমার বন্ধুরা, আমার ইংলিশের টিচার, এবং আরো অনেকেই। তাই মাঝে মধ্যেই বই ফেরৎ দিতে দিতে এক সপ্তাহের বেশি সময় লেগে ফাইন হয়ে যেতো, আর আমাদেরকেই সেই ফাইনের ভার বহন করতে হতো। তবু আমরা অন্যদেরকে বই পড়তে দিতাম - কেন যে দিতাম তা ঠিক এখনও আমি বুঝে উঠতে পারিনি - হয়তো বই-পড়ার আনন্দ সবার মধ্যে ভাগ করে নেবার সুপ্ত ইচ্ছাটা আমাদের বাড়ির প্রত্যকের মধ্যেই লুকিয়ে ছিলো।          


প্রকাশক: দেব সাহিত্য কুটীর 
ক্লাস ফাইভ থেকে আমি অন্য এক স্কুলে ভর্তি হই - সিক্স কি সেভেনে যখন পড়ি তখন দেখলাম আমার ক্লাসের ছোটখাটো চেহারার, শান্ত গোবেচারা টাইপের এক ক্লাসমেটকে সবাই খুব সমীহ করে চলছে। ব্যাপারখানা কিছুদিনের মধ্যেই জানা গেলো - তার কাছে প্রচুর গল্পের বই ছিলো, আর সে স্কুলে প্রতিদিনই কয়েকটি বই সঙ্গে করে নিয়ে আসতো। মূলত: স্বপনকুমারের কালনাগিনী/বাজপাখি সিরিজ, আর দেব সাহিত্য কুটিরের  ছোট ছোট গোয়েন্দা আর অ্যাডভেঞ্চার কাহিনীর বইগুলি।  সেই বইগুলি সে ক্লাস চলাকালীন পড়ার বইয়ের মধ্যে ভাঁজ করে রেখে লুকিয়ে লুকিয়ে পড়ে চলতো। তার স্নেহভাজনেরাও ভাগাভাগি করে এই সব গল্পবই পড়ার দূর্লভ সৌভাগ্য লাভ করতো

ফলত: কিছুদিনের মধ্যেই ক্লাসের মধ্যে তিনটে গ্রুপ হয়ে গেলো। মুষ্টিমেয় কিছু যারা ক্লাস চলাকালীন লুকিয়ে লুকিয়ে গল্পবই পড়ে - 'হা-ভাতে' গোছের আমরা অর্থাৎ যারা পড়তে চেয়েও পড়তে পাইনা - আর বাদবাকি ত্যাঁদোড় টাইপের কিছু, যারা টিচার সহ এই দুটো গ্রুপের কাউকেই তেমন কেয়ার করে চলেনা। তো একদিন সেই 'অভুক্ত', দ্বিতীয়-গ্রুপের কেউ একজন স্যারের কাছে বেনামী চিঠিতে জানিয়ে দিলো এই গুপ্ত বই সরবরাহের ব্যাপারখানা। ফলে যা হবার তাই হলো, একদিন ক্লাস চলাকালীন আমাদের ভূগোল স্যার একেবারে হাতে-নাতে ধরে ফেললেন 'পালের গোদা' আমার সেই ক্লাসমেটকে। সে তখন নিবিষ্ট চিত্তে একখানা গল্পের বই পড়ে চলেছিলো। স্যার বোধহয় এসেছিলেন প্ল্যান করেই, আর যায় কোথা!! কান ধরে তাকে ক্লাস থেকে হিড়-হিড় করে টেনে নিয়ে যাবার সময় দেখা গেল ভূগোল স্যারের হাতে ধরা রয়েছে দেব সাহিত্য কুটিরের একখানা গোয়েন্দা কাহিনীর বই, নাম 'অস্তাচলের পথে'।     

বইখানা স্যার টিচার্স রুমের এক ড্রয়ারে তালাবন্দী করে রেখে দিলেন। বিকট কান্নাকাটি জুড়ে দিয়েও সে শাস্তির হাত থেকে রেহাই পেলো না। অজস্র কানমলা, চড়-চাপড়ের সাথে সাথে তার বই বাজেয়াপ্ত তো হযে গেলোই, উল্টে তাকে ক্লাসের একদম প্রথম সারির বেঞ্চে বসার আদেশ দেওয়া হলো। যদিও আমি সেসময় তার স্নেহভাজন-গ্রুপে থাকার সৌভাগ্য লাভ করে উঠতে পারিনি, তবুও এক অদ্ভুত কারণে তার এই শাস্তির বহর দেখে আমার বেশ মন খারাপ হয়ে গেলো। বিশেষ করে তার সেই বই বাজেয়াপ্ত হয়ে যাবার ব্যাপারখানা আমাকে বেশ ব্যথিত করে তুলেছিলো। পরবর্তী কালে অবশ্য তার সাথে আমার ধীরে ধীরে ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিলো, আর প্রচুর গল্পের বইও পড়েছিলাম তার সৌজন্যে।  

এই ব্লগে আমি সেই হারানো দিনের ডিটেকটিভ উপন্যাসটি পোস্ট করলাম। এটি অবশ্য পরবর্তীকালে দেব সাহিত্য কুটীর থেকে নতুন কলবরে প্রকাশিত প্রহেলিকা সিরিজের দ্বিতীয় সংকলনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কাহিনীটি লিখে ছিলেন 'সব্যসাচী', অর্থাৎ আমাদের সবারই প্রিয়, শ্রদ্ধেয় শ্রী সুধীন্দ্রনাথ রাহা মহাশয়।  

অস্তাচলের পথে
(30.4 MB)








Saturday, November 22, 2014

কালজয়ী বাংলা গল্পের দল - 'সিকেপিকেটিকে' 'পেন্টাগন'

'বেস্ট ফ্রেন্ড' বানানো যায় না, তা আপনা-আপনিই হয়ে যায়, কথাটা যেমন সত্যি, তেমনি আবার এটাও সত্যি যে একটা বয়সের পর, বিশেষ করে কিশোর জীবন অতিক্রান্ত হয়ে যাবার পর, আর নতুন করে 'প্রাণের বন্ধু' খুঁজে পাওয়া যায় না, বা আর কারোর সত্যিকারের বন্ধু হতে পারা যায় না। মানুষের জীবন নদীর মতো - একবার চলতে শুরু করলে আর কখনো ফিরে আসে না।  বয়সের হাত ধরে আমাদের নানান ধরনের মানুষের সাথে আলাপ-পরিচিতি বেড়েই চলে, কিন্তু তাদের কেউই আর ঠিক 'বন্ধু' হয়ে ওঠে না।  তাই উত্তম-সুচিত্রার 'হাত বাড়ালেই বন্ধু' সিনেমাটার বক্তব্যটি কিন্তু ডাহা মিথ্যে!  

স্কুল আর সেই সময়্কার বন্ধুদের নিয়ে অসাধারণ সোনালি দিনগুলোর কথা যদি সামান্যও ভাবতে বসি, তাহলে ছেলেবেলার আর বাদবাকি যাবতীয় সুখের স্মৃতিরা ফিকে হয়ে যায়। আমাকে যদি কেউ কোনদিন একটা টাইম-মেশিন দেয়, তা'হলে আমি ঠিক চলে যাবো আমার সেই ফেলে আসা শৈশবে, যেখানে এখনো সেই আইসক্রীমওয়ালাটা তার সাইকেলের ক্যারিয়ারে আইসক্রীম-ভর্তি কাঠের, চারকোনা বাক্সটা বেঁধে আমাদের ছুটে আসার জন্যে অপেক্ষা করে চলেছে...

তবে শৈশব আর কৈশোরকে  ছুঁতে পারার মধ্যেও এক অন্য ধরনের সুখ আছে। সময়ের যাঁতাকলে পড়ে আমরা যতোই দূরে সরে যাই ছোটবেলা থেকে, ততোই যেন মন আরও বেশি করে ফিরে পেতে চায় তাকে। 



স্মৃতিপীড়ায় আনন্দ আছে যথেষ্ঠই - তাই ঘুমে-জাগরণে আমার সব ভ্রমণ কৈশোর-অভিমুখে। কিশোরবয়সে পড়া কিছু কিছু গল্প আমি আজও ভুলে উঠতে পারিনি। আজও নতুন করে পড়তে বসলে সেই কিশোর বয়সের রোমাঞ্চের আঁচ যেন অনেকটাই অনুভব করি। এইসব গল্প পড়তে পড়তে কল্পনার ডানায় ভর দিয়ে অনায়াসেই উড়ে যাই অন্য কোনো এক ভুবনে।

এইসব গল্পগুলোতে কোথাও অনর্থক কিশোরী চরিত্র এনে সুড়সুড়ি দেওয়া নেই - নেই ঘুঁষোঘুঁষি বা বন্দুক-পিস্তলের অহেতুক গর্জন। বরং আছে মানুষের চিরকালীন, শাশ্বত জীবনসত্য, যা পড়তে পড়তে পাঠকেরা অনেকেই ফিরে পাবেন তাঁদের হারানো ছেলেবেলা। 

এই ব্লগে আমি সেই হারানো দিনের 'কিশোর বন্ধুত্ব' নিয়ে দুটি অসাধারণ গল্প পোস্ট করলাম। প্রথমটি, অর্থাৎ 'সিকেপিকেটিকে'-র লেখক হলেন আশুতোষ মুখোপাধ্যায়, আর পরেরটি, অর্থাৎ 'পেন্টাগন'-এর লেখক হলেন আমাদের সবারই অতি প্রিয় সঞ্জীব চট্টোপাধ্যায়অসম্ভব ভালোলাগায় ভরপুর, মর্মস্পর্শী এই দুটি গল্প সবারই ভালো লাগবে।  

সিকেপিকেটিকে ও 
পেন্টাগন 










Thursday, November 20, 2014

Iznogoud – The Grand Vizier Iznogoud

“I want to be the Caliph instead of the Caliph” - We are back again with the denizens of old Baghdad. This time we have a genie from a magic pair of slippers, a fractious neighboring sultan, a pair of dumb stand-in strong-arm men, a Mongol horde complete with Yurts and yogurts,  a Caliph look-a-like, and a fabled island of the giants. And each is used, by devious, deceitful, and frankly doomed Iznogoud, in his Caliph toppling attempts. And every time it goes wonderfully, ridiculously, disastrously wrong for Iznogoud.

Iznogoud Vol. 9  (Nov 2012)

Plot:
Iznogoud is still trying to get rid of Caliph Haroun al Placid so he can take his place. He’s even kept a journal of his previous failed attempts. But, never discouraged, he will once again come up with new ways to entertain us through his failures: genies, kidnappings, lookalikes, diplomatic incidents... and even the Mongol horde! When it comes to becoming Caliph instead of the Caliph, all’s fair to Grand Vizier Iznogoud!

René Goscinny (1926-1977)

René Goscinny (French: [ʁəne ɡosini]; 14 August 1926 – 5 November 1977) was a French comics editor and writer, who is best known internationally for the comic book Astérix, which he created with illustrator Albert Uderzo, and for his work on the comic series Lucky Luke with Morris (considered the series' golden age) and Iznogoud with Jean Tabary.



With Goscinny’s delightful and devilish sense of humor, perfectly blended with Tabary’s beautiful art, everyone will be amazed with the off-hand bits of clever comedy. Iznogoud is classic funny. But it’s classic Goscinny. The two are practically inseparable.

Iznogoud Volume 9 
(50 Pages - 52.1 MB) 








Wednesday, November 19, 2014

লালচুল - মনোজ বসু

ভরা বর্ষার রাতে বাড়ির বড়োদের মুখে ভূতের গল্প শুনে ভয়ে ঠক ঠক করে কাঁপার মতো অনুভূতি এ যুগের ছেলেমেয়েদের মধ্যে কখনো হয়েছে, বা আদৌ কখনো হবে কি না, সে নিয়ে আমার ঘোরতর সন্দেহ আছে।  তবে আমাদের ছোটবেলায় এরকম ঘটনা অজস্রবার ঘটেছিলো। ভূতের ভয়ে আমরা, অর্থাৎ পিঠোপিঠি ভাই-বোনেরা, সবাই মিলে এক খাটে জড়াজড়ি করে শুয়ে কতোবার যে এক-ঘুমে রাত কাটিয়ে দিয়েছি তার ঠিক নেই ! সেই ভয় পাওয়াতে এক অদ্ভুত আনন্দ লুকিয়ে থাকতো। আবার, পরের দিন সকালে উঠে আগের রাতের ভয় পাওয়া নিয়ে ভেবে নিজেদের মধ্যেই সে কি হাসাহাসি !! 



বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী কথা-সাহিত্যিক  মনোজ বসুর জন্ম হয়ে ছিলো ১৯০১ সালে যশোর জেলার ডোঙ্গাঘাটা গ্রামে। মনোজ বসুর শৈশবের বোধোদয় ঘটে ১৯০৫ সালের বঙ্গভঙ্গ আন্দোলন উত্তরকালে। তাঁর পিতা,রামলাল বসু ছিলেন স্বাধীনচেতা মানুষ। 
মনোজ বসু (১৯০১ - ১৯৮৭)
পিতার স্বাধীনচেতা মানসিকতা পুত্রের মধ্যেও সঞ্চারিত হয় ছাত্রজীবনে। রামলাল বসু কবিতা লিখতেন। পুরুষানুক্রমে লেখালেখির বীজ মনোজ বসুর রক্তের মধ্যে নিহিত ছিলো। পিতার মতোই কবিতা দিয়ে মনোজ বসুর সাহিত্যচর্চার যাত্রা শুরু হয়েছিলো, পরে তাঁর লেখনী থেকে নির্মিত হয়েছিলো অসংখ্য অসাধারণ গল্প এবং আরো পরে উপন্যাস। 

মাত্র আট বছর বয়সে পিতার মৃত্যু বালক মনোজ বসুর জীবনকে ভয়ংকর অবস্থায় ফেলে দেয়। দারিদ্রের চরম যন্ত্রণা তাঁর ছাত্রজীবনকে টালমাটাল করে তোলে। অনেক চড়াই উৎরাই পেরিয়ে তবে তিনি বাংলা সাহিত্যে স্থায়ী আসন লাভ করতে সক্ষম হয়েছিলেন।

কলকাতা জীবনের পরবর্তী কালের সাফল্য ও প্রতিষ্ঠা কিন্তু মনোজ বসুর গ্রামবাংলার স্মৃতিকে ভোলাতে পারেনি। তিনি অসাধারণ মুগ্ধতায় ও সহজ সরল ভাষায় গ্রামবাংলার নানা ছবি অঙ্কন করে গেছেন তাঁর লেখা গল্প ও উপন্যাস গুলিতে। 



কিছু কিছু ভূতের গল্প আছে যা পড়ে ভয় পাবার সাথে সাথে কিছুটা দু:খ বা মায়াও জাগে মনে। তাই গল্প শেষ হয়ে যাবার পরেও এক অদ্ভুত আবেশে মন আচ্ছন্ন হয়ে থাকে। বাংলা সাহিত্যের কথা-সাহিত্যিক মনোজ বসুর "লালচুল" গল্পটি হলো সেরকমই এক মর্মস্পর্শী ভূতের গল্প। একসময় এই গল্পটি পড়তে আমার খুবই ভালো লাগতো। সেই গল্পটি আজ আপলোড করা হলো।  

লাল চুল









Monday, November 17, 2014

Diecast Cars & Planes from Disney Movies

আজকের এই পোস্টের সঙ্গে কোনো গল্পের তেমন কোনো যোগাযোগ নেই, বরং যোগ আছে সিনেমার - অ্যামেরিকান Disney Movie 'Cars' আর 'Planes'-এর। 

ছোটবেলায় অনেককেই বলতে শুনি যে সে বড়ো হয়ে 'এই' হতে চায় বা 'সেই' হতে চায় - কিন্তু অস্বচ্ছলতার জন্যেই হোক, বা অন্য যে কারণেই হোক, আমার ছোটবেলায় কিন্তু কেউ আমাকে কখনো জিজ্ঞাসা করেনি যে আমি বড়ো হয়ে কি হতে চাই। এখন অবশ্য চোখ বুজে ভাবলে মনে হয় যে আমি বোধহয় সেই সময়ে 'ড্রাইভার' হতেই চেয়েছিলাম। তবে স্পেসিফিক কোনো গাড়ির  নয় - যে কোন বড়সড় কোনো কিছুর - যেমন  ট্রেন, বাস, ট্রাক, হেলিকপ্টার বা নিদেনপক্ষে স্কুলভ্যানের। সে'সময়ে ঝুলনের সময়ে আমাদের পাড়ার দোকানগুলোতে প্লাস্টিকের তৈরী, সস্তার লাল-নীল ছোটো ছোটো গাড়ি বিক্রি হতো। বেশিরভাগই ছিলো লরী বা বাস টাইপের মামুলি গাড়ি - চাকাগুলো হতো খুব পাতলা আর পলকা, ভালো করে ঘুরতোও না। সেই গাড়ি গোটা পাঁচ-ছয়টা আমাকে কিনে দেওয়া হয়েছিলো - অবশ্য একসাথে নয় over the couple of years ! সেই গাড়িগুলোকে আমি যক্ষের ধনের মতো আগলে আগলে রাখতাম।  সেইসব গাড়ি নিয়ে খেলতে খেলতে আমি  ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতাম। একবার কলকাতায় কি একটা কারণে গিয়ে এক লাক্সারী মনোহারী দোকানে, লাল রঙের এক দোতলা বাস দেখে বাবার কাছে খুব বায়না ধরেছিলাম যে সেই বাসটা কিনে দেবার জন্যে। বাবা ছিলেন খুবই ধৈর্য্যশীল - আমাকে নানান কথা বলে ভুলিয়ে-ভালিয়ে, "দেবো, দেবো - সামনের মাসে ঠিক কিনে দেবো..." বলে বছরের পর বছর কাটিয়ে দিলেন। স্কুল শেষে আমি কলেজে ভর্তি হয়ে গেলাম, তখনও বাবা সেই 'দোতলা বাস' কিনে দেবার সময় করে আর উঠতে পারলেন না। তখন অবশ্য গাড়ি নিয়ে খেলার ইচ্ছা অনেক আগেই আমি হারিয়ে ফেলেছি। তবে সেই বাস কিনে না-দেওয়া নিয়ে, সুযোগ পেলেই আমি বাবাকে কথা শোনাতে ছাড়িনি। 

এদেশে এসে আমার ছেলের পাল্লায় পরে আমি অ্যানিমেশন/কার্টুন সিনেমা দেখা শুরু করে বুঝতে পারলাম যে ইচ্ছা থাকলে মানুষ একটা সামান্য অ্যানিমেশন সিনেমাকেও কি অসাধারণ শিল্পের পর্যায়ে নিয়ে যেতে পারে - বিশেষ করে ডিসনি-র মুভিগুলো। ২০০৬ সালে Disney/Pixar Movie থেকে 'Cars' বলে একটা ছোটদের অ্যানিমেশন মুভি বার হয়েছিলো, যেটা আমি নিজে থেকে কখনই দেখার আগ্রহ বোধ করিনি। ভগবান ওপর থেকে দেখে বোধহয় মুচকি হেসেছিলেন। তো, ছেলের জ্ঞানচক্ষু উন্মিলিত হবার পর সব ছেড়েছুড়ে আমাকে সেই Cars-ই দিনে গড়পরতা দু-তিনবার করে দেখতে হলো। দেখতে দেখতে নিজের অজান্তেই কখন খেয়াল করলাম যে সেই মুভি আমার বেশ ভালো লাগতে শুরু করে দিয়েছে। এরপর শুরু হয়ে গেলো দু-একটা করে Cars-এর ক্যারেক্টারদের আদলে বানানো Diecast  গাড়ি কেনা - সেগুলোও বার হতো Disney/Pixar বা Mattel থেকে - সবই অবশ্য চায়নাতে বানানো। কিনতে কিনতে একসময় দেখলাম যে খেলনা-গাড়ি কেনাটা, বই-কেনার নেশার থেকে কম কিছু নয়। Amazon, eBay, Target, ToysRus, Walmart, লোকাল খেলনার দোকানগুলো, আমার নিয়মিত গন্তব্যস্থল হয়ে দাঁড়ালো। ছেলের দোহাই দিয়ে ক্রমাগত গাড়ি কিনতে কিনতে আমার খেলনা গাড়ির সংখ্যা বেড়েই চললো। শেষ-মেষ আমাকে একটা বড়সড় আলমারীই কিনতে হলো IKEA থেকে, স্রেফ খেলনা গাড়ি রাখবার জন্যে। ছোটবেলার সেই অবরুদ্ধ গাড়ী কেনার আকাঙ্খা ঈশ্বর যেন আমার এই বুড়ো বয়সে ছেলের হাত ধরে আবার নতুন করে ফিরিয়ে দিলেন। 

~ ~ ~ ~ ~
এই পোস্টে আমি আমার সেই 'গাড়ি আর প্লেন কালেকশান' থেকে বেশ কিছু গাড়ি/প্লেনের ফটো আপলোড করলাম। কিন্তু অর্ধেক গাড়ি/প্লেন-র ফটো তোলার পরই দেখলাম কোমরে অদ্ভুত চিনচিনে ব্যথা শুরু হয়ে গেছে - অগত্যা 'যা হয়েছে যথেষ্ঠ' বলে সেখানেই ক্ষ্যামা দিয়ে দিলাম।  আশা করি আমার মতো আরো অনেক গাড়ি-পাগলদেরই এই ছবিগুলো দেখে ভালো লাগবে।  

এইসব গাড়ি বা প্লেনগুলির প্রতিটিই মেটালের তৈরী, অর্থাৎ যাকে বলে 'Diecast Model' (3.25" inches x 1.5 inches) - প্রায় সবকটিই (~98%) হলো 1:55 স্কেলের, বাকি কয়েকটি 1:48 স্কেলের। প্রতিটিরই dashboard-এ একজোড়া করে চোখ আছে - কিছু কিছুর চোখদুটো আবার 'নড়াচড়া' (move) করে (Lenticular Eyes !) - কয়েকটি আবার (স্যুইচ টিপলে) কথাও বলতে পারে। কিছু কিছু মডেলের (mainly racing cars) গাড়ির চাকা 'সিন্থেটিক রাবার'-এর তৈরী, আর সেগুলোর দাম বেশ, বেশ চড়া ($18-$45) - প্রতিটি Car বা Plane-রই একটি করে নিজস্ব নাম আছে এবং প্রত্যেকেরই সিনেমাতে কম-বেশী ভূমিকা আছে। Disney/Mattel ইচ্ছা করেই তাদের ~10% গাড়ি বা প্লেন-র প্রোডাকশন খুব অল্প করে release করে, যার ফলে সেগুলো দোকানে সচরাচর খুঁজে পাওয়া যায় না - কেবলমাত্র eBay বা Amazon-এ কিছু মুষ্টিমেয় seller প্রচন্ড চড়া দামে বিক্রি করে !! সেইগুলো কেনার জন্যে collector-দের মধ্যে ভালো কম্পিটিশন দেখা যায়। এরকম মডেল আমার মাত্র হাতে গোনা কয়েকটি আছে। 

এখানে আপলোড করা ছবিতে আমি এই সবকয়টি গাড়ি বা প্লেনের নাম আলাদা আলাদা করে উল্লেখ করলাম না - ধৈর্য্যে ঠিক কুলিয়ে উঠলো না !! আর, তাছাড়া গুগল সার্চ করলেই এদের নাম-ধাম, সবই মূহুর্তের মধ্যে জানা যাবে। 

DISNEY CARS/CARS2 MOVIE CHARACTERS






































DISNEY PLANES MOVIE CHARACTERS










DISNEY FIRE & RESCUE CHARACTERS