Saturday, August 2, 2014

পদিপিসির বর্মি বাক্স - লীলা মজুমদার

লীলা মজুমদারকে এক ধাক্কায় খ্যাতির চূড়ায় তুলে দিয়েছিলো যখন তাঁর ছোটোদের জন্যে লেখা, মজার গল্প "পদিপিসির বর্মি বাক্সবাংলা ছায়াছবিতে (১৯৭২ সালে) চিত্রায়িত হয়। পদিপিসি হিসাবে ছায়া দেবীর অসাধারণ পার্ট দর্শকদের মনে গেঁথে যায়। ছায়া দেবী ছাড়াও একগাদা গুণী অভিনেতা-অভিনেত্রী এই ছায়াছবিতে অংশ নিয়েছিলেন। অজিতেশ ব্যানার্জী, হারাধন ব্যানার্জী, নৃপতি চ্যাটার্জী, রবি ঘোষ, চিন্ময় রায়, জহর রায়, পদ্মা দেবী, ও আরো অনেকে। হয়তো বা আসল গল্পের থেকেও ভালো হয়েছিল এই ছায়াছবিটি। ছায়াছবিটির পরিচালনায় ছিলেন অরুন্ধতি দেবী।   



আমি অবশ্য এই ছায়াছবিটি প্রথম দেখি আশির দশকের শেষ দিকে, কলকাতা দূরদর্শনের বাংলা চ্যানেলে - কোনো এক শনিবারের সন্ধ্যায়। প্রথম দেখাতেই এতোটাই ভালো লেগে গিয়েছিলো যে তার বহু স্মৃতি আমার মনে এখনও অম্লান হয়ে আছে। শনিবারের সেই সন্ধ্যায়, আমার সাথে একসঙ্গে বসে দেখা আত্মীয়-পরিজনদের মধ্যে অনেকেই আজ আর নেই -  পদিপিসীর মতো তাঁরাও আজ দূরে কোথাও চলে গিয়েছেন - ভাবলেই খুব কষ্ট জাগে মনে। 

এই গল্পটি হয়তো অন্য ব্লগেও আছে - এখানে একটু ভালো কোয়ালিটির স্ক্যান আপলোড করা হলো। 



4 comments:

  1. darun darun .............. anek dhanyobad ai durdanto golpoti debar jonyo ..................

    ReplyDelete
  2. গল্পটির জন্যে ধন্যবাদ...তবে অন্য ব্লগের সাথে প্রতিযোগিতায় নামার কি কোনো দরকার আছে ? এই ব্লগে যা পাচ্ছি তাতেই আমরা খুশি :)

    ReplyDelete
    Replies
    1. Suku-Da - অন্য কোনো blog- এর সাথে প্রতিযোগিতায় নামার ইচ্ছা তেমন নেই :) - জানিনা আপনি কোন ব্লগ-এর কথা বলতে চাইছেন...

      Delete
    2. আমি বিশেষ কোনো ব্লগের কথা বলতে চাইনি...তবে ওই যে ভালো কোয়ালিটির স্ক্যান অন্য ব্লগে নেই, সেই সম্পর্কে বলছিলাম| ব্লগ হোলো লিটল ম্যাগের মতো, একটু খারাপ কোয়ালিটির স্ক্যান হলেও অসুবিধে নেই :)

      Delete