খুব ছোটবেলায় যেবার বাবার হাত ধরে কলকাতা বইমেলায় গিয়েছিলাম, সেবারে মেলায় ঢুকেই প্রথম দুই-নম্বর, কি তিন-নম্বর স্টলে গিয়েই একগাদা বই আঁকড়ে ধরে বাবাকে বলেছিলাম, "এই সবগুলোই আমার চাই !" - তার মধ্যে 'দুরন্ত ঈগল' ছিলো, 'সোনার ঘন্টা' আর 'হীরের পাহাড়'ও ছিলো। বাবা আমাকে খুব আদর করে, মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে বলেছিলো 'অতো বই কেনার পয়সা তো নেই আমার, বাবা !! আমরা বরং স্টলগুলো ঘুরে ঘুরে দেখি যে কি কি বই এসেছে...' - একরাশ চোখ'ভরা জল নিয়ে স্টল থেকে সেদিন বেরিয়ে এসেছিলাম। ওই সব কটা বইই অবশ্য পরে বড়ো হয়ে কিনে পড়েছিলাম। কিন্তু সেই প্রথম না-পড়ার দু:খ আজও আমার যায় নি।
পরবর্তীকালে অবশ্য শুকতারায় ধারাবাহিক ভাবে প্রকাশিত অনিল ভৌমিকের "অদৃশ্য জলদস্যু" উপন্যাসটি নিয়মিতভাবেই পড়েছিলাম এবং বিস্মৃত হয়েছিলাম এই ভেবে যে এতো সুন্দর গল্পটি লেখক মাথায় আনলেন কেমন করে। কিছুটা "আলাদিনের দৈত্য"-এর আদলে গড়ে তোলা 'গঞ্জালো'-র চরিত্রটি যে কোন কিশোরকে আকৃষ্ট করে তুলবেই তুলবে !
বইয়ের তাকের মধ্যে থেকে হঠাৎই খুঁজে পাওয়া গেলো আজ এই বইটিকে। এই বইটিও দেখছি বইমেলা থেকেই কেনা। বইয়ের পাতায় ছোট্ট করে লিখে রাখা তারিখটা বলছে যে ১৯৯৩ সালের সেকেন্ড এপ্রিলে বইটি কেনা হয়েছিলো - বইমেলা থেকে। তখনকার দিনে এটির মূল্য ছিলো মাত্র ১৯/- টাকা - প্লাস ১০% ডিসকাউন্টও নিশ্চয়ই পেয়েছিলাম। সেই সময় লোকাল ট্রেনের দৈনিক টিকিট হতো কিছুটা বিস্কুট কালারের মোটা কাগজ দিয়ে। সেই পুরানো দিনের একটি ট্রেনের টিকিটও দেখছি বইটার মধ্যে গুঁজে রাখা আছে - পেজ মার্কার হিসাবে ব্যবহৃত হয়েছিলো কোন এক সময়।
এত সুন্দর বই আমি কারোর ব্লগে এখনো খুঁজে পাই নি। কোন ভালো জিনিষ শেয়ার করার মধ্যে যে আনন্দ লুকিয়ে থাকে, তার স্বাদ অনেকেই জানেন না, বা পেতেও চান না। আমি অন্তত: সেই দলে নই - তাই এই বইটি পুরোটাই শেয়ার করা হলোএখানে।
প্রথম তিন পর্ব |
Complete Book |
অসাধারণ শেয়ার...ইন্দ্রও দেবে মনে হয় শুকতারা থেকে :)
ReplyDeleteDarun post..boitar bakituku pele khub bhalo lagbe..
ReplyDeleteTokhon ami school-er chatro.lekhata Shuktara te beroto, portam...odhir agrohe porer ongsher jonye opekkha kortam..pore boi akare jokhon beroy, kinechilam..Shuktarar chobigulo eteo chilo, seta barti paona..kintu boita keu niye ar ferot dyai ni..amar bhaipo, class VII e pore, akhonkar odhikangsho bacchader moto o-o bangla boi porte chay na..oke porabo, sathe nije abar porbo bole onekdin dhorei ei boita khunjchilam..KUNTAL, apnake onek dhonyobad puro boita dewar jonye..bhalo thakun..
ReplyDeleteThank you Suman এই ব্লগে আসার জন্যে এবং তোমার নিজের কথা শেয়ার করার জন্যে। তুমি ঠিকই বলেছো আজকালকার যুগের ছেলেমেয়েরা গল্পের বই তেমন পড়তে চায় না - কমিকস হয়তো বা কিছু পড়ে, কিন্তু এমনি বই তেমন নয় - কিন্তু এর জন্যে আংশিক ভাবে হলেও, আমরাই দায়ী - আমরাই তাদেরকে ঠিকঠাক guide করতে পারিনি, যেমনটি আমাদেরকে করেছিলেন আমাদের বাবা-মা রা।
ReplyDeleteAmar kaku Suman Biswas amake boita porte bolachilen. Boita pore amar khub bhalo legeche.Tachara Amaresh, Boglamama, Iznougood,Lucky Luker boigulo-o amar darun legeche.Erokom aro boi pele bhalo lagbe.Thank you,Kuntal kaku
Deleteosadharaon post Kuntal...
ReplyDeleteapnar dewa Adrishyo Jalodasyu ta porlam, sei kon chhotobelay school library theke niye porar por, abar, etodin pore....
ReplyDeleteaar taar sathe apnar lekha comment...takhon babar kachhe chaileo sob boi pawa jeto na....oto rojgaar o chhilo na taanr...pore monta bhari hoye gelo....amrao to obhabei boro hoyechhi...
achha, apnar kachhey "Sonar Shekol" boita achhey? most probably Anil Bhowmick er i lekha...anekdin ager ekta Sharodiya Shuktara te porechhilam....thakle ota ektu din na plz
Thank you Anupam for visiting my blog and the kind comments. Yes, in those days we didn't have so many things like today's kids have, but we were much, much happier than them!
DeleteNow, about "Sonar Shekol", are you referring to "সোনার ঘণ্টা" ?? আনিল ভৌমিকের লেখা ফ্রান্সিসের বিখ্যাত এক অ্যাডভেঞ্ছার কাহিনী হলো 'সোনার ঘণ্টা' - কিন্তু 'সোনার শেকল' নামে কোনো বইয়ের কথা আমি জানি না ।
Most probably you are right Kuntalda, though, "happiness" is kind of a relative word. amra amader samay amader moto kore khushi chhilam, amar baba der generation ta aaro kom pawa r modhye anyobhabe happy chhilo, abar amar chelera tader anek kichhu pawar modhyeo besh ichhu na pawa niye tader cartoon world e confined theke happy thake :D
ReplyDeletesothik bhabe bolte pari na, konta beshi bhalo...obviously bhalo lagto jodi dekhtam amar chelera golper boi portey ektu interested hoto....bangla sahityer eto moni mukter kichhur sandhan to aami oder ditey partam, jemonti amake diten amar dadu.....kintu, seta jakhon nei, tar jonyo ha-hutash koreo kono labh nei :D
oh haan, golpo ta kintu, Sonar Shekol i....Sonar Ghanta recently peyechi....kintu, oi golpota kothao pachhi na....aami etao 100% sure noi je ota Anil Bhowmick er i lekha kina....kintu golpota Spain er potobhumikay lekha....ekta bishal boro ebong mota sonar shekol uddhar er ghatona niye...darun adventure....sathey bishakto scorpion er chobol...esob...
ReplyDeletepachhi na kothao :(
'সোনার শেকল' নামে একটা গল্প দেখছি আছে, আনিল ভৌমিকে-ই লেখা - থাকলে 'ইন্দ্রনাথ (http://indraindrajal.blogspot.com/) -এর কাছে থাকতে পারে - তুমি ঐ ব্লগে গিয়ে রিকোয়েস্ট জানিয়ে দেখতে পারো।
Deletethank you Kuntal da...
ReplyDeleteby the way, apni kothay check korey confirm korlen je "Sonar Shekol namey ekta golpo dekhchhi achhey"?? :)
অনিল ভৌমিকের "ফ্রান্সিস সমগ্র" বইয়ের প্রথম দিকের পাতায় দেখবে "লেখকের লেখা বই"-এর লিস্টে "সোনার শেকল"-এর উল্লেখ আছে :) - আমিও ইন্দ্রকে রিকোয়েস্ট জানিয়েছি - দেখা যাক কি হয় !
Deletemoney hochhey obosheshe moner ichha puron hotey cholechhe....indra da r reply to taai bolchhe :D
DeleteDarun!
ReplyDeleteনক্সী কাঁথা’র মাঠঃ শুকতারা পর্ব
ReplyDeletehttp://chutir-banshi.blogspot.com/2015/10/blog-post.html