শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কথা মনে করলেই অবশ্যম্ভাবী ভাবে 'মহালয়ার' কথা মনে চলে আসে। শারদপ্রাতে মহালয়ার পুণ্য তিথির ভোর-সকালে তাঁর মন্দ্র কন্ঠের নির্ভূল স্বরে উচ্চারিত দেবী স্ত্রোত্রপাঠ শুনলেই গায়ের সকল রোমকূপ যেন কেমন অজানা ভয় ও রোমাঞ্চে শিহরিত হয়ে উঠতো। দেবী দূর্গার প্রতি ভক্তিভাবের সূচনা তো করে দিতেন তিনিই !!
তা তিনিও মাঝে-সাঝে একটু-আধটু গল্প লিখতেন, নানান জায়গায়। তাঁরই লেখা এক পৌরাণিক গল্প এখানে তুলে ধরা হলো। পূন্যাত্মা 'গঙ্গা' নদীর জন্ম কিভাবে হয়েছিলো সে নিয়ে নানান পৌরাণিক ঘটনার উল্লেখ পাওয়া যায় - কিন্তু এই কাহিনীটি আমি এর আগে কোথাও শুনিনি।
গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিলো বহুবছর আগে দেব সাহিত্য কুটীর থেকে বার হওয়া 'অভিষেক' পূজাবার্ষিকীতে...
গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিলো বহুবছর আগে দেব সাহিত্য কুটীর থেকে বার হওয়া 'অভিষেক' পূজাবার্ষিকীতে...
darun ............... u r really sharing your treasures ............... thanks a lot
ReplyDelete