Pages

Sunday, July 13, 2014

নারদের কেরামতী - শ্রীবীরেন্দ্রকৃষ্ণ ভদ্র

শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কথা মনে করলেই অবশ্যম্ভাবী ভাবে 'মহালয়ার' কথা মনে চলে আসে। শারদপ্রাতে মহালয়ার পুণ্য তিথির ভোর-সকালে তাঁর মন্দ্র কন্ঠের  নির্ভূল স্বরে উচ্চারিত দেবী স্ত্রোত্রপাঠ শুনলেই গায়ের সকল রোমকূপ যেন কেমন অজানা ভয় ও রোমাঞ্চে শিহরিত হয়ে উঠতো। দেবী দূর্গার প্রতি ভক্তিভাবের সূচনা তো করে দিতেন তিনিই !!  


তা তিনিও মাঝে-সাঝে একটু-আধটু গল্প লিখতেন, নানান জায়গায়।  তাঁরই লেখা এক পৌরাণিক গল্প এখানে তুলে ধরা হলো। পূন্যাত্মা 'গঙ্গা' নদীর জন্ম কিভাবে হয়েছিলো সে নিয়ে নানান পৌরাণিক ঘটনার উল্লেখ পাওয়া যায় - কিন্তু এই কাহিনীটি আমি এর আগে কোথাও শুনিনি।   

গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিলো বহুবছর আগে দেব সাহিত্য কুটীর থেকে বার হওয়া 'অভিষেক' পূজাবার্ষিকীতে...





1 comment:

  1. darun ............... u r really sharing your treasures ............... thanks a lot

    ReplyDelete