ছোটদের পত্রিকা হিসাবে 'শুকতারা'-র জয়-জয়কার সেই সুদূর কাল হতেই। সমসাময়িক অন্যান্য পত্রিকাদের সাথে সমান তালে পাল্লা দিয়েই শুকতারা সুনামের সাথে টিকে গেছে দীর্ঘ চৌষট্টি বছর। শুকতারায় প্রকাশিত হরেক রকম আকর্ষণের মধ্যে অন্যতম ছিলো গোয়েন্দা ও রহস্য গল্প। কি ছোটরা, কি বড়োরা - একখানা গোয়েন্দা গল্প, কিম্বা গা-ছমছম করা রহস্য গল্প পেলে সবাই নাওয়া-খাওয়া ভুলে যায়। ছোটদের হাতে গল্পের বই দেখলে যাঁরা প্রায়শই ধমক দেন, লুকিয়ে লুকিয়ে তাঁরাও সেই বই নিয়ে মশগুল হয়ে যান - এমনই নেশা ছিলো সেই সব গল্পের।
ব্যোমকেশ বক্সী, ফেলুদা, জয়ন্ত-মানিকের সমসাময়িক আরও অনেকগুলিই শখের গোয়েন্দা ছিলেন। একই কথা বলা যায় রহস্য গল্প সম্পর্কে - এক-এক ধরনের রহস্য গল্পের এক-এক রকম রোমাঞ্চ। এ জাতীয় গল্পের কিছু দুর্ধর্ষ লেখক ছিলেন যাঁরা দীর্ঘকাল ধরে শুকতারা পত্রিকায়, একের পর এক রুদ্ধশ্বাস গল্প লিখে লিখে আমাদের ছোটবেলাকে স্বপ্নের মায়াজালে রাঙিয়ে রেখেছিলেন। সেই রকমই পাঁচটি গল্প এখানে একসাথে দেওয়া হলো। মূল বইটিতে অবশ্য এই ধরনের গল্পের সংখ্যা ১০১টি...
প্রকাশক: দেব সাহিত্য কুটীর (২০১২) |
kuntalda khub valo laglo ...................
ReplyDeleteসত্যিই পুরনো শুকতারার যা কালেকশন তাই ভাঙ্গিয়েই আরামসে চলে যাবে আরো বহুদিন !!
ReplyDeleteঅনেক ভাল লাগল গল্পটা পরে ।আপনার চমৎকার পোস্ট এর জন্য অসংখ্য ধন্যবাদ। । আশা করি এইরকম পোস্ট আর পাব। সময় থাকলে আমার এই best online shopping sites
ReplyDeleteসাইটে ঘুরে আস্তে পারেন।