সম্প্রতি নতুন একটা প্রজেক্টের কাজে জড়িয়ে পড়ায় বেশ কিছুদিন হলো আর সামাজিক ব্লগগুলোতে বা 'মুখবই'-তে (Facebook !!) তেমন ঘোরাফেরা করা হয়ে ওঠে না। এদেশে অবশ্য খুব কম লোককেই দেখেছি অফিস টাইমে বসে ফেসবুক ব্যবহার করছে, আর যাদেরকেও বা করতে দেখেছি তাদের ৯০%-ই হলো 'এশিয়ান', mainly ইন্ডিয়ান আর চাইনিজ!! Facebook খোদ অ্যামেরিকান কোম্পানি হলেও, অ্যামেরিকানরাই এটা সব থেকে কম ব্যবহার করে থাকে!!!
সে যাই হোক বহুদিন বাদে Fcebook-এ ঢুকে একটা দারুন হাসির জোকস পড়ে নিজের মনে বেশ কিছুক্ষণ হেসে চললাম। লক্ষ্য করে দেখেছি খুব হাসির কোনো গল্পের মূলে থাকে এক্কেবারে মামুলি, সোজা-সাপ্টা তুচ্ছ এক ঘটনা। সেটাই লেখকের হাতের গুণে তিল থেকে বেড়ে বেড়ে তাল হয়ে দাঁড়ায়। আমরা অনেকেই মনে করি যে হাসির গল্প লেখাটা কোনো ব্যাপারই নয় - কিন্তু আদপেই সেটা বেশ কঠিন - আর তা পরিষ্কার বোঝা যায় আজকালকার লেখকদের লেখা হাসির গল্পগুলো পড়ে। সেইসব গল্পের হাসির ঘটনা থেকে তাঁদের নিজেদের লেখনীর অক্ষমতাই বরং পাঠকের মুখে অনাবিল হাসি এনে দেয় - অনেকটা ঠিক কুখ্যাত 'রোদ্দুর রায়'-এর গানের মতো !!! সত্যি কথা বলতে কি একটা ভালো হাসির গল্প লেখার থেকে একটা ভালো গোয়েন্দাকাহিনী লেখা অনেক বেশী সহজ। যে কারণে 'তারাপদ রায়' চলে যাবার পর থেকে হাসির গল্পবইয়ের বিক্রিতে বেশ ভাঁটা পড়ে গেছে। এটা অবশ্য আমার নিজের কথা নয়, কলেজ স্ট্রীটের এক নামী প্রকাশকের বক্তব্য...
ক্রিসমাসের দৌলতে অফিস থেকে বেশ কিছুদিন টানা ছুটি পেয়ে যাওয়ায় বইয়ের তাক থেকে ঝেড়ে-পুঁছে বার করলাম তারাপদ রায়ের প্রথম দিকের লেখা একটি দারুন হাসির রম্যরচনার বই: 'কান্ডজ্ঞান'। হাসির গল্পের জগৎ তারাপদ রায়ের জন্মের আগেও ছিলো, তাঁর চলে যাবার পরও ঠিকই থেকে যাবে - কিন্তু definitely সেটা কখনোই আর তারাপদ রায়ের জীবিত থাকাকালীন সময়ের মতো জ্বলজ্বলে হয়ে থাকবে না।
ক্রিসমাসের দৌলতে অফিস থেকে বেশ কিছুদিন টানা ছুটি পেয়ে যাওয়ায় বইয়ের তাক থেকে ঝেড়ে-পুঁছে বার করলাম তারাপদ রায়ের প্রথম দিকের লেখা একটি দারুন হাসির রম্যরচনার বই: 'কান্ডজ্ঞান'। হাসির গল্পের জগৎ তারাপদ রায়ের জন্মের আগেও ছিলো, তাঁর চলে যাবার পরও ঠিকই থেকে যাবে - কিন্তু definitely সেটা কখনোই আর তারাপদ রায়ের জীবিত থাকাকালীন সময়ের মতো জ্বলজ্বলে হয়ে থাকবে না।
এই পোস্টে দেওয়া হলো সেই 'কান্ডজ্ঞান' বইটি থেকে বেশ কিছু মজার রম্যরচনা - ভালো লাগলে খন্ডে খন্ডে আরও কিছু কিছু এখানে আপলোড করা যেতে পারে......
কান্ডজ্ঞান - ১৯টি গল্প (Size: 42 MB) |
দাদা দারুন ! দারুন ! বিশেষ করে 'ছকুবাবুর' গল্পটার কোনো তুলনা হবে না !!
ReplyDeletekhub valo laglo ai boiti pae ........................
ReplyDelete