Friday, October 30, 2015

The Magical World of Phineas & Ferb

We generally attach the word 'cartoons' with 'kids' - but how many times you see a cartoon which was made for kids but was smart enough to entertain adults? Most of today’s kids entertainment is homogenized until it’s been drained of all creativity - here comes "Phineas and Ferb". It makes me think of old school cartoons. My whole family have been watching since before we had kid - and now our kid is hooked too !

My kid is simply in love with Phineas & Ferb
Love goes beyond generations...
"Phineas and Ferb" is an American animated comedy-musical television series. The series officially premiered on February 2008 on Disney Channel. It is an intelligent, very well-directed, educational yet funny comedy series about two stepbrothers and their only sister. It is storyboarded instead of scripted, and as a result, it’s just wildly funny. Filled with original musical numbers, pop cultural references, celebrity guest stars and many jokes aimed at adults, Phineas and Ferb offers something for every age group. 

The Main Characters
The show’s roster includes more three-dimensionality than many live action dramas. The hero, Phineas Flynn is part of a blended family. His stepbrother, Ferb Fletcher, is his best friend. Phineas is portrayed as a selfless, intelligent, innocent, and creative child. Phineas lives in the fictional town of Danville (part of the Tri-State Area), in a large, suburban neighborhood. He generally comes up with most of his ideas while sitting with Ferb in his backyard.  As a means to defeat boredom, the two step-brothers devise outrageous activities throughout their summer vacation. They invent elaborate, scientific devices to have outrageous adventures, much to the chagrin of  their controlling sister, Candace, whose life has no meaning unless she’s busting her brothers. Quite often they embark on some grand new project, which annoys Candace, who frequently tries to reveal their shenanigans to her and Phineas' mother, Linda Flynn-Fletcher, and less frequently to Ferb's father, Lawrence Fletcher. There’s also few other important characters like Baljeet and Buford, the nerd and the bully who can’t seem to function without one another. 
Phineas, Ferb and Perry the Platypus
Phineas, Ferb and Perry the Platypus

The show also features "Perry the Platypus" (known as Agent P) whose mission is to foil any and all plots perpetrated by a rather unsuccessful ‘evil’ scientist named Dr. Heinz Doofenshmirtz, who’s famous for his hilarious rants and ‘inator’ inventions (Shrink-inator, Changenator-inator, Remote Control-inator, etc.). Dr. Doofenshmirtz is a mad scientist driven largely by a need to assert his evilness. Doofenshmirtz, the villain secretly just wants to be best friends with his heroic nemesis. Sometimes, other villains scoff at his level of evil. The two plots intersect at the end to erase all traces of the boys' project just before Candace can show it to their mother. This usually leaves Candace very frustrated.
Baljeet and Buford - the nerd and the bully
Baljeet and Buford - the nerd and the bully 

This series is also known for its musical numbers. Almost all of the songs in various episodes are just too downright catchy! Every eleven-minute episode of the show includes an original song, written and performed just for that episode. The show's creators write and record each number, and vary musical tempo depending on each song's dramatic use. The music has earned the series a total of four Emmy nominations. The show was the longest running Disney XD Original Series.

Let's have a quick taste of one of their great adventures here. One of my favorite story is: "It's About Time!"
Its About Time !
PLOT:
A tricky time machine turns an ordinary day of summer vacation into a struggle for survival when Phineas, Ferb, and Candace end up in the Jurassic period! The kids must avoid being trampled by terrifying Tyrannosaurus Rexes and find a way to make it back to their own time, before mom and dad find out! Meanwhile, Perry the Platypus discovers that Dr. Doofenshmirtz has a brand-new nemesis: Peter the Panda! 

After a very successful run for seven long years, the show was ultimately ended after 126 episodes, five one-hour specials, and a Disney Channel Original movie in June 2015Animated cartoons don’t usually get to say goodbye, but this is not just another ordinary cartoon shows!  Dan Povenmire, one of the co-creators,  said that the decision to end the series was made because they were afraid of the series going stale.

Read that fantastic Sci-Fi comics here....
It's About Time!
(Size: 12.8 MB)







Thursday, October 15, 2015

ক্ষুদে মানুষের গল্প - ইজনোগুড ও জাদু পানীয়

আমার ছোটোবেলায় এখনকার মতো সায়েন্স ফিকশন মূলক গল্প, কমিকস বা অ্যানিমেশান ম্যুভির আধিক্য একেবারেই ছিলো না। হাতে গোনা যে ক'টি সায়েন্স ফিকশন গল্প সেই বয়সে পড়েছিলাম তার মধ্যে বেশ ভালো লাগতো 'টাইম ট্রাভেল' সম্পর্কিত গল্পগুলো পড়তে। এরপরেই ভালো লাগতো ওষুধ বা কোনো কিছুর প্রভাবে হঠাৎ করে ক্ষুদে হয়ে যাওয়া মানুষের কীর্তি-কাহিনী পড়তে। 'টাইম ট্রাভেল' নিয়ে একটা বড়সড় নিবন্ধ লেখার ইচ্ছা অনেকদিন ধরেই মনে মনে পুষে বেড়াচ্ছি, তবে আমাদের আজকের এই পোস্ট হলো হঠাৎ করে ক্ষুদে হয়ে যাওয়া মানুষের কীর্তিকলাপ নিয়ে। 


কমিকসের মধ্যে প্রথম কোথায় এই ধরণের গল্প পড়েছি তা এই মুহুর্তে সঠিকভাবে মনে আসছে না।  তবে বহুবছর আগে দেব সাহিত্য কুটিরের এক পূজাবার্ষিকীতে 'শ্রী নারায়ন দেবনাথ' রচিত ও অঙ্কিত এই ধরনের ছোট্ট একটি ছবিতে গল্প পড়েছিলাম। সেটিই খুব সম্ভবত: ক্ষুদে মানুষদের নিয়ে পড়া আমার প্রথম কমিকস। 

'পূরবী' পূজাবার্ষিকীতে প্রকাশিত  চিত্র কাহিনী: 'গল্প না সত্যি !'
ইন্টারনেটের কর্মদক্ষতার সাহায্যে খোঁজ নিয়ে পেয়ে গেলাম সেই হারানো গল্পটিকে,  নাম ছিলো: "গল্প না সত্যি !" - প্রকাশিত হয়েছিল 1972 সালের "পূরবী" পূজাবার্ষিকীতে। সেই গল্পটিতে অবশ্য গল্পের নায়ক ('গোকুল') তন্দ্রাবশবর্তী হয়ে চলে গিয়েছিলো এক অদ্ভুত স্বপ্নের জগতে, যেখানে সে হয়ে যায় এক্কেবারে পুতুলের মতো ছোট্ট একটি মানুষ। নানান বিক্ষিপ্ত ঘটনার মধ্যে দিয়ে চলতে চলতে 
হঠাৎ করেই তার তন্দ্রা একসময় কেটে যায়, আর সে ফিরে আসে বাস্তব জগতে। গল্পটি এই পরিনত বয়সে আবার নতুন করে পড়লে হয়তো খুব আহামরি কিছু লাগবে না, কিন্তু মনে আছে সেই বয়সে পড়ে আমি অভিভূত হয়ে গিয়েছিলাম। বিশেষ করে গল্পটিতে আঁকা পাখিটির সাথে আমাদের বাড়িতে যত্রতত্র ঘুরে বেড়ানো চড়াই পাখিগুলির অস্বাভাবিক মিল খোঁজা শুরু করে দিয়েছিলাম।  



তখনকার দিনে প্রকাশিত ইন্দ্রজাল কমিকসের বেতাল বা অরন্যদেবের বেশ কিছু গল্পতেও এরকম ক্ষুদে মানুষের খোঁজ মিলতো। তাদের মধ্যে যেটির কথা সর্বপ্রথম মনে আসে সেটি হলো "বেতাল ও ক্ষুদে মানুষ" - সেই গল্পটিতে দেখা যায় রহস্যময় ক্ষুদে মানুষদের রাজকুমার, 'ভ্লাড'-এর প্রেমিকা ('মেলোডী') ধরা পড়ে যায় এক লোভী ব্যারণের খপ্পরে। বেতাল নিজের জীবনের ঝুঁকি নিয়ে অবশেষে সেই বন্দী রাজকুমারীকে উদ্ধার করে। এরকম মিষ্টি অথচ রোমাঞ্চকর কমিকস সেই বয়সে খুব বেশি একটা পড়িনি। 
Phantom# 205 - The Little People


এবার চলে আসি ছায়াছবির জগতে - অ্যানিমেশান ম্যুভিগুলির মধ্যে প্রথম এই ধরনের যে সিনেমাটি দেখে দারুন মজা পেয়েছিলাম সেটি হলো "Honey, I Shrunk the Kids (1989)"। হারিয়ে যাওয়া বেসবল খোঁজার জন্যে বিজ্ঞানী ওয়েনের ল্যাবে  ঢুকে পড়ে একদল বাচ্চা ছেলেপুলে। কিন্তু দুর্ভাগ্যবশত তারা ওয়েনের সৃষ্ট 'Shrink Ray'-র প্রভাবে সঙ্কুচিত হয়ে পরিনত হয় এক ইঞ্চিরও কম লম্বা, ক্ষুদে ক্ষুদে মানুষে। এদিকে বিজ্ঞানী ওয়েন ল্যাবে ফিরে এসে, অ্যাতোসব কিছু না-জেনেশুনেই সেই যন্ত্রটিকে রাগ করে ধ্বংস করে ফেলেন। অত:পর সেই ক্ষুদে হয়ে যাওয়া ছেলেপুলের দল কি করে আবার তাদের বাস্তব জগতে স্বমহিমায় ফিরে আসবে, সেই নিয়েই আদ্যন্ত টানটান উত্তেজনায় ভরা এই ম্যুভিটি। এটি সে'সময়ে অ্যাতোটাই পপুলার হয়েছিলো যে পরে এর বেশ কয়েকটা sequel-ও বানানো হয়।
Honey, I Shrunk the Kids Film (1989)

পরবর্তীকালে আরো বেশ কিছু অ্যানিমেশান ম্যুভি দেখেছিলাম এইরকম ক্ষুদে প্রাণীদের নিয়ে - যেমন ANTZ, A Bug's Life, Toy Story, ইত্যাদি - সবগুলিকে এখানে উল্লেখ করতে গেলে অনেক সময় লেগে যাবে। তবে যেটির কথা না-বললেই নয়, সেটি হলো প্রখ্যাত ডিরেক্টর Chris Wedge-এর ম্যুভি 'EPIC' (2013) - অফুরন্ত মজা, আদ্যন্ত টানটান উত্তেজনা ও অ্যাডভেঞ্চারে ভরপুর এরকম অসাধারণ ফ্যামিলি-ম্যুভি খুব একটা বেশী হয় না। অ্যানিমেশান ম্যুভি প্রেমিকেরা, যাঁরা এই সিনেমাটি এখনও দেখেন নি, তাঁরা যে কি মিস করছেন, তা নিজেরাও জানেন না। 
'EPIC' Movie  (2013)
"EPIC" হলো William Joyce-এর ছোটোদের জন্যে লেখা বই "The Leaf Men and the Brave Good Bugs" অবলম্বনে করা এক অসাধারণ অ্যানিমেটেড CGI movie - গল্পটিতে একটি teenage মেয়ে একেবারে ছোট্টটি হয়ে গিয়ে চলে যায় সাধারণ মানুষের অগোচরে থাকা পাখিদের গোপন জগতে। সেই দুনিয়াতেও ঘটে চলে ভালো ও মন্দের অবিরাম লড়াই। একের পর এক নানান দু:সাহসিক ঘটনা-দূর্ঘটনার মধ্যে দিয়ে অবশেষে হয় মন্দের পরাজয়, আর নায়িকাও ফিরে আসে তার বাস্তব জগতে - সশরীরে, স্বমহিমাতেই। 


এই পোস্টের সাইজ আর না-বাড়িয়ে অত:পর চলে আসি এ সপ্তাহের গল্পে।  এটিও হলো ক্ষুদে হয়ে যাওয়া এক মানুষের গল্প। তবে এই গল্পে কুটিল বুদ্ধির ইজনোগুড চায় এক জাদু পানীয়ের সাহায্যে খলিফাকে সঙ্কুচিত করে নিজের পকেটে পুরতে, কিন্তু কপালের ফেরে সে নিজেই হয়ে যায় সংকুচিত !! 

এই শুভ দেবীপক্ষে চলুন শুরু করা যাক ইজনোগুডের আরেক নয়া অ্যাডভেঞ্চার... 

ইজনোগুড ও জাদু পানীয় 
  (
Size: 15 MB)








Saturday, October 10, 2015

Rip Kirby - The Hicks Formula (The Official Rip Kirby #2)


Receiving a sudden invitation to lecture on chemistry at his old campus, a perplexed Rip Kirby heads for Northchester University to be reunited with his old mentor. On arrival, it transpires that the real reason for Rip's assignment is to urgently find a stolen formula of bacteriological warfare that already has claimed a victim as the ruthless perpetrator is testing its fatal effect on dogs and students alike...

The former Marine Corps major, Rip Kirby is a scientific detective in the finest traditions of Sherlock Holmes. He possesses a superior intellect and a brilliant wit.

Kirby combines physical violence with worldly wisdom and thorough police procedure to solve difficult cases. He wears glasses, smokes a pipe, plays chess and appreciates both complex music and fine French brandies.
The Hicks Formula (The Official Rip Kirby #2)
Alex Raymond created 'Flash Gordon'' to compete with Buck Rogers. Not stopping there, he went on to create 'Jungle Jimas a rival to Tarzan of the Apes. Raymond also created 'Secret Agent X-9' along with 'Dashiell Hammett' and 'Rip Kirby', a two-fisted but intellectual detective.  Rip Kirby is considered by many to be Raymond's finest effort. It was his last as he dies in an auto accident while still creating the strip. Raymond is considered one of the three greatest comic creators of all time.

Rip Kirby was translated into French, Spanish and many other European languages as well as the in the Asian subcontinent and we all enjoyed Rip Kirby comics all the time. 
~ ~ ~ * ~ ~ ~
RK002: The Hicks Formula
Original run in papers: 23rd Apr - 25th Jun, 1946
Story & Art: Alex Raymond


Pagan's Plight (67 MB)
The Official Rip Kirby #2
   (Size: 21.9 MB)


Tuesday, October 6, 2015

ইজনোগুড এবং তুর্কী পাজল (Jigsaw Turk)

'ইজনোগুড'-এর নামের মধ্যেই বলে দেওয়া আছে যে 'He is no good'!  ইজনোগুডের জীবনে খাওয়া-দাওয়া, বাড়িঘর বা অর্থের কোনও সমস্যা নেই - সমস্যা বলতে আছে একটাই, সেটা হলো কি করে সে "বাগদাদের খলিফাকে হটিয়ে নিজে খলিফা হবে" !! ঠিক অনেকটা ইন্ডিয়ান ক্রিকেটের "শ্রীনিবাসন" মহাশয়ের মতো। খলিফাকে মসনদ থেকে হটাতে সে নেমে পড়ে একের পর এক দুনম্বরী, কদর্য অভিযানে। 'ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে' সে কখনোই পিছু-পা হয় না যদি তাতে খলিফাকে ক্ষমতাচ্যুত করার বিন্দুমাত্র সম্ভাবনা থেকে থাকে। কিন্তু প্রতিবারই ভাগ্যের দোষে আর কপালের ফেরে, তার প্রতিটি চালই ব্যুমেরাং হয়ে তার দিকে ফিরে আসে। কিন্তু তবুও তার বদবুদ্ধির অফুরন্ত ভাঁড়ারে কখনোই ভাঁটা পড়ে না!!

Iznogoud and the Jigsaw Turk (Vol. 11)
Iznogoud and the Jigsaw Turk (Vol. 11)
(Jan 2015)

বিখ্যাত ফরাসী কমিকস লেখক ও শিল্পী, রেনে গোসিনির সৃষ্ট অন্যতম পপুলার কমিকস ক্যারেক্টার হলো "ইজনোগুড" - যদিও এইসব গল্পগুলির কোনোটাতেই ইউদেরজো ছবি আঁকেননি, কিম্বা ছবির মান ইউদেরজোর স্ট্যান্ডার্ডে না-পৌঁছালেও, গল্পের মধ্যে অফুরন্ত মজার ঘাটতি কিন্তু কখনোই লক্ষ্য করা যায় না। 

আসন্ন দেবীপক্ষে সবার মুখে হাসি ফোটাতে এসে গেলো 'ইজনোগুড'-এর সর্বশেষ প্রকাশিত গল্পবই থেকে একটি দারুণ মজার গল্প, বাংলাতে  অনুবাদিত হয়ে!! বইটির প্রচ্ছদপট সজ্জায় সহায়তা করেছেন রূপক ঘোষ মহাশয়। দেখা যাক ইজনোগুড বাংলায় কতোটা পপুলার হয়...... 
শুভ শারদীয়া পুজা ১৪২২..


Iznogoud - তুর্কী পাজল 
  (
Size: 25.8 MB)