Sunday, July 24, 2022

বগলামামা - ধুম ধাড়াক্কা

"নদী থেকে উঠে আসে পথ,
নাকি পথ নেমে যায় নদীর ভিতরে ?
    
...তবুও কেন যে মনে মনে  
থেকে যায় কাঁচা রাস্তা, ভাঙ্গা পাড়      
অমল কাদায়        
পথ ও নদীর মধ্যে পড়ে থাকে  
পাখির পালক"
              
( ~ তারাপদ রায় )  


ফিরে আসার মতো ভালো আর কিছু নেই। হারিয়ে যাওয়া সময়, হারিয়ে যাওয়া পরিবেশ, হারিয়ে যাওয়া বন্ধু-প্রেমিকা-স্বজনদের মতোই হারিয়ে যাওয়া গল্প ফিরে পাবার মতো অনাবিল আনন্দ আর মজা আর কিই বা হতে পারে !!

বগলামামা সমগ্র
বগলামামা সমগ্র (দেব সাহিত্য কুটীর -- মূল্য: ৩৭৫ /-)


চীনের দান, করোনা আর লকডাউনের চক্করে পড়ে বেশ কিছুকাল দেশে যাওয়া হয়ে ওঠেনি। কিছুটা ঝোঁকের মাথায়, আর কিছু দরকারী কাজ সারতে গিয়েছিলাম দেশে, এই ২০২২-এর গ্রীষ্মকালে। অনেকেই বলেছিলো আহাম্মুকের মতো ডিসিশন নেওয়া !! মাঝে মাঝে যে সে-কথা মনে আসেনি, তা বললে মিথ্যাচারণ করা হবে। কিন্তু এক বন্ধুর মুখে যখন জানতে পারলাম যে রথযাত্রার সময় দেব সাহিত্য কুটীর থেকে বগলামামা সমগ্র প্রকাশিত হয়েছে, তা শুনে যে কি আনন্দ হয়েছিলো, তা লিখে প্রকাশ করা সম্ভব নয়। 
ফিরে আসা যায় - ফিরে তো আসাই যায় - অন্তত: বগলামামার জন্যে তো ফিরে আসাই যায় - একশো বার যায়, হাজার বার যায় !!  

ধুম ধাড়াক্কা

"বগলামামার কান্ডকারখানা" বইটির প্রচ্ছদ মোটেও ভালো লাগেনি - ভেবেছিলাম আমাদের অতিপ্রিয় নারায়নবাবুর আঁকা অজস্র কোনও ছবি থেকে একটা দারুণ প্রচ্ছদ দেব সাহিত্য কুটীর আমাদের উপহার দেবে। কিন্তু এ কি !!!!!  এক বেমানান, রসকষহীন প্রচ্ছদ ছুঁড়ে দিয়েছে দেব সাহিত্য কুটীর। বোধহয় অনান্য সবকিছু মতোই প্রকাশকের বুদ্ধি-বিবেচনার মানও আজ তলানির দিকে যেতে বসেছে। বইটির দাম ৩৭৫/- টাকা, কিন্তু পাতার কোয়ালিটি মোটেও ভালো নয়। যাই হোক, কি আর করা -- নাই-মামার থেকে কানা-মামা ভালো বলে একটা প্রবাদ আছে !! 

এই বইটি থেকে বগলামামার আরও একটি মজাদার কাহিনী, যা আমার আগে পড়া ছিলো না, "ধুম ধাড়াক্কা" এখানে দেওয়া হলো। কোন পূজাবার্ষিকীতে যে মূল গল্পটি প্রকাশিত হয়েছিলো তা আমার এই মুহূর্তে মনে পড়ছে না --- কেউ যদি সন্ধান দিতে পারেন তো কৃতজ্ঞ থাকবো। 



ধুম ধাড়াক্কা  
(Size: 3 MB)