Saturday, January 20, 2024

লেখকের কাছাকাছি

"অনেকে মনে করতেন মেয়েদের নাম দিয়ে লিখলে
সম্পাদকেরা তাড়াতাড়ি ছাপাবেন...
"              
( ~ সবিতেন্দ্রনাথ রায় )  


সাহিত্যিক সবিতেন্দ্রনাথ রায় তিয়াত্তর বছর আগে মাত্র ১৩ বছর বয়সে যোগ দিয়েছিলেন মিত্র এন্ড ঘোষ নামক প্রকাশনালয়ে। বর্তমানে তাঁর বয়স ৮৬ বছর। বাংলা বইয়ের এ সময়ের সব লেখক ও সম্পাদক থেকে শুরু করে নিয়মিত ক্রেতা অবশ্য তাকে ভানুদা বলে চেনেন। এই ভানুদার-ই পোশাকি নাম সবিতেন্দ্রনাথ রায়। মিত্র এন্ড ঘোষে কাজ করার দৌলতে তিনি অগুনতি লেখক, কবি-সাহিত্যিকের সংস্পর্শে এসেছেন। সে'সময়ে জম্পেশ আড্ডা বসতো মিত্র এন্ড ঘোষের আপিসে। সেই আড্ডায় যোগ দিতে আসতেন বাংলা সাহিত্যের অনেক রথী মহারথী - বিভূতিভূষণ, তারাশংকর থেকে শুরু করে নারায়ণ গঙ্গোপাধ্যায়, প্রমথনাথ বিশি, সুনীতিকুমার চট্টোপাধ্যায়, প্রবোধকুমার সান্যাল, কবিশেখর কালিদাস, পরশুরাম, শরদিন্দু, উমাপ্রসাদ, সজনীকান্ত দাস সহ অসংখ্য কবি সাহিত্যিক। সবিতেন্দ্রনাথ রায় প্রথমদিকে সে আড্ডার আলাপচারিতা ও জ্ঞান-গর্ভ আলোচনা নোটবুকে টুকে রাখতেন। পরবর্তীতে অবশ্য মনে রাখাটা তার অভ্যেসে দাঁড়িয়ে যায়। সে'সব ঘটনা, গল্প ও ইতিহাস নিয়েই পরবর্তীকালে লেখা হয় তাঁর সাড়া জাগানো বই: ‘কলেজ স্ট্রিটে সত্তর বছর’। পর পর চার খণ্ডে তার লেখা কলকাতার সাহিত্য জগতের ইতিহাসের মহাকাব্য। এছাড়াও তিনি লিখেছেন ‘লেখকের কাছাকাছি’ ও ‘নিজস্বী’ নামে আরও দুটি গ্রন্থ। 

ব্যক্তি জীবনে সবিতেন্দ্রনাথ রায় হলেন দুই কন্যাসন্তানের জনক। স্ত্রী অর্চনা রায় পরলোকগত হয়েছেন ২০০৮ সালে। জ্যেষ্ঠ কন্যা ইন্দ্রাণী রায় মিত্র বর্তমানে 'মিত্র এন্ড ঘোষ'-এর নির্বাহী পরিচালক। আর কনিষ্ঠ কন্যা সর্বাণী রায় শিক্ষকতা করছেন কলকাতার একটি বিদ্যালয়ে। 


কলেজ স্ট্রীটের মিত্র এন্ড ঘোষ পাবলিকেশনস থেকে প্রকাশিত বিভিন্ন বইয়ের পান্ডুলিপির তাগাদা দিতে, এবং "কথা সাহিত্য" পত্রিকার জন্য লেখা যোগাড় করতে বিভিন্ন লেখকের সাথে সবিতেন্দ্রনাথের ব্যক্তিগত পরিচয় ও সখ্যতা গড়ে উঠেছিলো। এছাড়া মিত্র এন্ড ঘোষের আড্ডাতে এককালে আসতেন বাংলা সাহিত্যের অনেক রথী মহারথী। সেই সুবাদে অনেক বিখ্যাত সাহিত্যিকদের কাছ থেকে দেখার ও জানার সুযোগ পেয়েছিলেন সবিতেন্দ্রনাথ রায়। তাছাড়া মিত্র এন্ড ঘোষের দুই সহ প্রতিষ্ঠাতা গজেন্দ্র কুমার মিত্র ও সুমথনাথ ঘোষ তো ছিলেনই। "লেখকের কাছাকাছি" বইটিতে রয়েছে এমনই ১৮ জন বিখ্যাত সাহিত্যিকদের ব্যক্তিগত পরিচয়ের স্মৃতিকথা, এবং তাঁদের সম্পর্কে অজানা নানান তথ্য।

এই বইটি থেকে চারটি স্মৃতিকথা এখানে দেওয়া হলো - হাসির রাজা শিবরাম, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সৈয়দ মুজতবা আলী,  ও নারায়ন গঙ্গোপাধ্যায়।    



লেখকের কাছাকাছি
(Size: 8 MB)