Wednesday, July 30, 2014

কামধেনুর কাহিনী - শ্রীবীরেন্দ্রকৃষ্ণ ভদ্র

শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কথা মনে করলেই অবশ্যম্ভাবী ভাবে 'মহালয়ার' কথা মনে চলে আসে। শারদপ্রাতে মহালয়ার পুণ্য তিথির ভোর-সকালে তাঁর মন্দ্র কন্ঠের  নির্ভূল স্বরে উচ্চারিত দেবী স্ত্রোত্রপাঠ শুনলেই গায়ের সকল রোমকূপ যেন কেমন অজানা ভয় ও রোমাঞ্চে শিহরিত হয়ে উঠতো। দেবী দূর্গার প্রতি ভক্তিভাবের সূচনা তো করে দিতেন তিনিই !!  


তা তিনিও মাঝে-সাঝে একটু-আধটু গল্প লিখতেন, নানান জায়গায়।  তাঁরই লেখা এক পৌরাণিক গল্প এখানে তুলে ধরা হলো। 

'যা চাওয়া হবে, তা-ই পাওয়া যাবে' এরকম কোন জিনিষ তৈরীর আকাঙ্খা মানুষের চিরদিনের। কিন্তু আমাদের বিজ্ঞান এখনো অবধি এরকম কোন কিছু সৃষ্টির ধারেকাছে যেতে পারেনি। কিন্তু বিধাতা পুরাকালে ঠিক এই রকমই একটি জিনিষ এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন - তার নাম ছিলো 'কামধেনু' - আর সেই কামধেনুকে নিয়েই ঘটে গিয়েছিলো নানান ঝামেলা, এমন কি যুদ্ধ পর্যন্ত। সেই 'কামধেনু'-র কাহিনীটি খুব সুন্দর করে বর্ণনা করেছিলেন প্রয়াত শ্রীবীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়।   

এই গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিলো বহুবছর আগে দেব সাহিত্য কুটীর থেকে বার হওয়া 'ইন্দ্রধনু' (১৩৬১) পূজাবার্ষিকীতে...




No comments:

Post a Comment