Friday, December 30, 2016

Secret Agent X-9 - The Egyptian Jewel Case


Samuel Dashiell Hammett (1894-1961), one of the best-known pulp writers of the 30's, was an expert to create the swift, breathless suspense and excitement of great new daily strip.  X-9 was a nameless agent, a combination of a secret agent and private eye. He works for a secret agency that specializes in covert operations.

Commissioned by the King Features Syndicate as an attempt to cash in on the popularity of Chester Gould's Dick Tracy, with artwork by Flash Gordon's Alex Raymond, Secret Agent X-9 ran from January 1934 to late 1935.

Artist Alex Raymond was a busy man in the early days of the X-9 strip. He was producing three strips: X-9 on a daily basis, and Flash Gordon Sunday with a Jungle Jim topper.

Hammett's authorship of X-9 was ended in 1935. Raymond is said to have temporarily filled the gap until another famous mystery writer, Leslie Charteris briefly took over the scenario. Then, Raymond too, left the strip to  concentrate of his classic Flash Gordon. He was to create still another strip, Rip Kirby, after returning from his stint in the marines during WWII. All but Jungle Jim are still in production today.


The stark, stirring drama, grim humor and baffling mystery made Hammett's detective novels favorites of all America. The added thrill of SEEING the story in PICTURES bring readers the action with vivid, gripping realism.

There has never been a sleuth like Secret Agent X-9. Read here one of the best written, vintage, crime novels...   

~~~  Happy New Year 2017 ~~~


Pagan's Plight (67 MB)
The Egyptian Jewel Case
   (Size: 16 MB)


Saturday, December 10, 2016

টিনটিন ও দু'হাজারি নোট

২০১৬ সালের সবচেয়ে উল্লেখযোগ্য দিন ছিলো ৮ নভেম্বর। বছরের শেষ প্রান্তে এসে দেশের অর্থনীতির মোড় ঘুরে গিয়ে ছিলো এই দিন থেকেই। এই দিন, রাত আটটা নাগাদ বেশ নাটকীয় ভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের কথা ঘোষণা করেন। দেশজুড়ে হৈচৈ পড়ে যায় - শুরু হয় বেনামে পুরনো নোট দিয়ে সোনা কেনা। ইন্ডিয়ান বুলেটিন এ্যান্ড জুয়েলারস অ্যাসোসিয়েশন (আইবিজেএ)-এর একটি রিপোর্ট বলছে, সেই রাতে মাত্র ৭ ঘণ্টায় ১৫ হাজার কেজি সোনা বিক্রি হয়েছে! এটি নজিরবিহীন বলে জানাচ্ছে খোদ আইবিজিএ। হিসাব বলছে, ৮ নভেম্বর রাত ৮টা থেকে পরের দিন অর্থাৎ ৯ নভেম্বর রাত ৩টে পর্যন্ত রেকর্ড ১৫ টন সোনা বিক্রি হয়েছে বলে জানিয়েছে আইবিজেএ। যার বাজার মূল্য প্রায় ৫ হাজার কোটি টাকা। মোট সোনার অর্ধেক বিক্রি হয়েছে দিল্লি, উত্তরপ্রদেশ এবং পঞ্জাব থেকে। তাদের আরও দাবি, দেশজুড়ে ৬ লক্ষের মধ্যে মাত্র এক হাজার ব্যবসায়ী সোনা বিনিময় করতে ৫০০ এবং ১০০০ টাকার নোট নিয়েছিলেন সেই রাতে।

এদিকে পাঁচশো ও হাজারের নোট বাতিলের সিদ্ধান্তের কড়া সমালোচনা করে চলেছেন বিরোধীরা - যেমন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র সমালোচনা করে বলেছেন, "কাঁধ চওড়া হলেই প্রধানমন্ত্রী হওয়া যায় না, রাবণেরও কাঁধ চওড়া ছিল। ও সব দেখানোর ইচ্ছা থাকলে সিনেমা বা যাত্রা করাই ভালো !!" অর্থমন্ত্রী জেটলি দিল্লির বিজ্ঞান ভবনে এক অনুষ্ঠানে  বলেন, ‘‘নোট বাতিলের দায় বহনের জন্য চওড়া কাঁধ রয়েছে প্রধানমন্ত্রীর।’’ ঠারেঠোরে তিনি বুঝিয়ে দেন, নোট বাতিলের সিদ্ধান্ত একা প্রধানমন্ত্রীর। এর কুফলও ভোগ করবেন তিনি একাই। যা শুনে দলের আরেক নেতা বলেন, ‘‘সকাল থেকে এক আডবাণী সামাল দিতেই জেরবার, বিকেলে আবার নতুন বোঝা !’’

অন্যদিকে টাইম ম্যাগাজিনের অনলাইন সমীক্ষার বিচারে ২০১৬-র ‘পার্সন অব দ্য ইয়ার’ নির্বাচিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনলাইনের সমীক্ষা শেষে দেখা যায় ১৮ শতাংশ ভোট পেয়ে বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিত্বকে পিছনে ফেলে দিয়েছেন মোদী। ৭ শতাংশ ‘ইয়েস’ ভোট পেয়ে মোদীর পরেই রয়েছেন বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প এবং উইকিলিক-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। ভোটের হারে মোদীর অনেক পিছনে ফেসবুকের সিইও মার্ক জুকেরবার্গ। তিনি পেয়েছেন মাত্র ২ শতাংশ ভোট। আর হিলারি ক্লিন্টন পেয়েছেন ৪ শতাংশ ভোট।২০১৪-তেও টাইমের ‘রিডার্স পোল’-এ ১৬ শতাংশ ভোট পেয়ে সেরা ব্যক্তিত্বের মুকুট জিতেছিলেন মোদী। 

সুতরাং ভালো হোক বা মন্দ হোক এ মুহূর্তে দেশের যাবতীয় খবরের মূলে রয়েছেন মোদী ও তাঁর বাজেয়াপ্ত করা সেই পাঁচশো ও হাজারের নোট বাতিলের কথা। তারই সাথে পাল্লা দিয়ে চলেছে মোদীকে নিয়ে অজস্র কৌতুক, ব্যাঙ্গাত্মক ছড়া, হাসির কার্টুন ও কমিকস স্ক্রিপ্ট। আমাদের আজকের এই পোস্টে তুলে ধরা হলো সেই রকমেই বেশ কয়েকটি মজার কার্টুন। এগুলি করা হয়েছে নিছকই হাস্যরস উদ্রেকের উদ্দেশ্যে - কাউকে হেয়জ্ঞান করা, ছোটো করা কিম্বা প্রধানমন্ত্রীর কার্যকলাপের কোনোরকম সমালোচনা করার বিন্দুমাত্র ইচ্ছা আমাদের নেই... 


Source: Tintin in Tibet



Source: Prisoners of the Sun





Source: Prisoners of the Sun (unofficial)




Source: Land of Black Gold



Source: Red Rackham's Treasure



Source: Red Rackham's Treasure
Concept:  Achyuta Das



Source: The Seven Crystal Balls
Concept:  Yubanaswa Chakraborty





Source: The Crab with the Golden Claws



Source: Tintin in Tibet



Source: The Seven Crystal Balls


To be continued...


Sunday, November 20, 2016

Maus II: A Survivor's Tale

Art Spiegelman’s “Maus,” the most unconventional great book yet written about the Holocaust, the one that turned Nazis into cats and Jews into mice and Poles into pigs. It was the first comic book to win a Pulitzer Prize, and it changed the way comics — the term seems wrong for “Maus” — are viewed in America. It proved they could be serious art.

Art Spiegelman doesn't draw comics. It might be clever to say he draws tragics, but that would be inaccurate too. Like its predecessor, "Maus: A Survivor's Tale II. And Here My Troubles Began" is a serious form of pictorial literature, sustaining and even intensifying the power of the first volume. 

The author and artist Art Spiegelman continues the story of the character Artie Spiegelman, who is trying to reconstruct in cartoon form the lives of his father, Vladek, and his mother, Anja, both survivors of Auschwitz. In 1968 Anja committed suicide, and the first part of "Maus" ends with the young Artie calling his father a "murderer" for having destroyed Anja's wartime memoirs without even having read them. 

With a distinctly post-modern flourish, Mr. Spiegelman reminds us throughout his text that "Maus II" is a narrative about incidents that, in many of their details, may be incommunicable. One might conclude that a "comic strip" portraying the Jews as mice, the Germans as cats, the Poles as pigs, the French as frogs, the Americans as dogs and the Swedes as reindeer would divert the reader from a meaningful pursuit of Artie's troubled questions -- but this is not at all the case.

The "meaning" is in the effort, not the results, and the animal characters create a distancing effect that allows us to follow the fable without being drowned in its grim, inhuman horrors. Tensions abound: Vladek has forgotten little of his ordeal, but he doesn't like to think about it and he only speaks of it at Artie's prodding. 


Maus II: A Survivor's Tale (Sep 1992)


But Maus is not about rounding off the edges of the past. It’s an attempt to understand a man and his place in history through small, evocative drawings. Spiegelman’s mice are no Disney concoctions — their blocky solemnity defies cuteness. They’re intentional abstractions, meant to put off pathos until we can take in the details of what happened. Then, and only then, are we allowed to get closer. At the very end of this brilliant memoir, Spiegelman prints a photo of his father in 1945 — and with one devastatingly simple step leads us back into the world of man. 


Read here the powerful, pantheon graphic novel by Spiegelman about the Holocaust, which revolves around his survivor father's experiences, and won a 1992 Pulitzer Prize.


   >> MAUS II (Size: 13.7 MB)




Sunday, October 16, 2016

ছেঁড়া ক্যাম্বিসের ব্যাগ - শঙ্খ ঘোষ

বর্তমান কালের প্রথিতযশা কবিদের মধ্যে কবি শঙ্খ ঘোষের নাম তালিকার একেবারে উপরের দিকে থাকবে। তাঁর লেখা কবিতার সাথে প্রথম পরিচয় ঘটেছিলো কিছুটা পরিণত বয়সেই। সেই যে সেই বিখ্যাত লাইনগুলি: "একলা হয়ে দাঁড়িয়ে আছি / তোমার জন্য গলির কোণে / ভাবি আমার মুখ দেখাবো / মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে..." সহসাই আমার চোখে আঙ্গুল দিয়ে নাগরিক জীবনের অসারত্বকে নির্মমভাবে তুলে ধরেছিলো। তারপর থেকে ওনার লেখা কবিতার তো বটেই, ওনার রচিত গদ্য ও প্রবন্ধগুলিরও বিশেষ ভক্ত হয়ে গেছিলাম। ''ঘুমিয়ে পড়া অ্যালবাম'', ''জার্নাল'', "নিঃশব্দের তর্জনী", ''কবিতার মুহূর্ত'', ''ছেঁড়া ক্যাম্বিসের ব্যাগ'', বইগুলি একের পর এক শেষ করে ফেলেছিলাম। 

তাঁরই কথায়, ‘শিকড় দিয়ে আঁকড়ে’ আছেন। তাই কবি শঙ্খ ঘোষ-এর কোনও বিশেষ পরিচয় হয় না। তাঁর অস্তিত্বই তাঁর পরিচয়। বাংলা কবিতায় প্রায় ষাট বছর ধরে তিনি তৈরি করে নিয়েছেন এমন এক পথ, যে-পথে স্বল্প যাত্রী, যে-পথে সামান্য আলো জ্বলে। সমালোচনায় নিয়ে এসেছেন সর্বজনবোধ্য এক জ্ঞানচর্চার দিশা, সংক্রামকভাবে বারবার সাড়া দিয়েছেন সংকট সময়ে। বাণারিপাড়া, পাকশি আর সুপুরিবনের সারি ঘেরা মামাবাড়ি – তাঁর লেখায় এই পরিসরটাই বারবার ফিরে আসে দেশ হয়ে। তাঁর মামাবাড়ি ছিলো চাঁদপুরে, ঢাকার কাছে। আর সুপুরিবনটা ছিলো  কাকা-ঠাকুর্দার বাড়ি। তাই তাঁর লেখায় ঐসব জায়গাগুলো ফিরে ফিরেই আসে। তারও মধ্যে পাকশি বিষয়ে টানটা একটু বেশি, কেননা সাত থেকে পনেরো বছর বয়স পর্যন্ত পদ্মাপারের, একেবারে আক্ষরিক ভাবেই পদ্মাপারের – ছোট সেই মফস্বলে সময় কেটেছিলো তাঁর - সেইখানেই পড়াশোনা। পিছনে বন, সামনে নদী, ডাইনে-বাঁয়ে ক্ষেত-ছড়ানো গ্রাম, এরই মধ্য দিয়ে বড় হবার একটা সুযোগ পেয়েছিলেন। আর ওই বয়সটা তো সবারই পক্ষে সবচেয়ে গ্রহণের, সবচেয়ে সঞ্চয়ের, সবচেয়ে সংলগ্নতার সময়। তাই পাকশিকে তিনি কখনোই ভুলতে পারেন নি।


প্রথম প্রকাশ: বইমেলা ২০০৭

প্রতিটি কবিতারই একটা নিজস্ব আবরণ আছে - তার ভিতরে প্রচ্ছন্ন রেখে অনেক কথা বলিয়ে নেওয়া যায় - কিন্তু গদ্যে নিজের বিষয়ে লিখতে সবাই পারেন না, কারণ গদ্য বড়ো বেশি সরাসরি কথা বলে, সব কিছু জানিয়ে দেয়। 
    
আমাদের আজকের এই পোস্টে রইলো কবি শঙ্খঘোষের আত্মপ্রসঙ্গ মূলক বই  "ছেঁড়া ক্যাম্বিসের ব্যাগ' থেকে বেশ কয়েকটি অমূল্য রচনা। 


ছেঁড়া ক্যাম্বিসের ব্যাগ  
(SIZE: 8.8 MB)




Friday, September 30, 2016

The Twilight Zone - Walking Distance

There is a fifth dimension, beyond that which is known to man. It is a dimension as vast as space and timeless as infinity. It is the middle ground between light and shadow, between science and superstition, and it lies between the pit of man's fears and the summit of his knowledge. This is the dimension of imagination,. It is an area which we call Twilight Zone.

America between the 1950s and early 1960s, was itself in a sort of "twilight zone." Following the victories of World War II and the attending economic boom -- but before the Civil Rights marches; the assassinations of John F. Kennedy, Martin Luthar King. Jr., and Robert F. Kennedy; and the Vietnam War -- we were wrapped in a gleaming package of shining chrome, white picket fences, and Hollywood glamour. But beneath this shimmering facade lay a turbulent core of racial inequality, sexual inequality, and the Cold War threat of nuclear attacks from the Soviet Union. We'd never been more affluent -- or more frightened.


Rod Serling's Twilight Zone

One of the most ground-breaking shows in the history of television, The Twilight Zone has become a permanent fixture in pop culture. This new graphic novel series re-imagines the show's most enduring episodes, in all their original uncut glory, originally written by Rod Serling himself, and now adapted for a new generation―a generation that has ridden Disney's Twilight Zone Tower of TerrorTM ride, studied old episodes in school, watched the annual marathons, and paid homage to the show through the many random take-offs that show up in movies and TV shows everywhere.


PLOT:
‘Walking Distance’ is about a businessman. He’s almost 40, he’s got a suit, and he hates his life. He’s miserable. The stress of work is just getting him down. And his car breaks down in the middle-of-nowhere countryside. He goes to the gas station to get his car fixed and he realizes that he grew up very close to where they are. It’s walking distance.

“So he says, ‘I’m just going to take a walk back to the town I grew up in.’ He gets there and he soon realizes he’s walked back not just to where he grew up, but when he grew up. He’s back in the time when he was a kid. And it’s just this beautiful story of a guy who, as an adult, wants to go back to his young self, and tell himself to be aware of what it is to be alive, to be young, and to enjoy that. And of course, you can never go back and tell yourself that. It’s a beautiful demonstration of the burden of adulthood, told in The Twilight Zone, which everyone thinks is a scary story, but it’s actually a beautiful one..”

Read here the 3-part series of the timeless and suspense graphic novel  ---  Happy Puja...


   >> 1st Part (Size: 16.3 MB)




Thursday, September 15, 2016

ACK - The Acrobat - Buddhist Tales

Back in 80s we grew up on "Amar Chitra Katha" comics (in both Bengali and English). These old Indian comics were one of the four pillars of my childhood reading, the other three being Indrajaal, ChandaMama and Tintin's adventires. The popular  Asterix came much later in my life. Like most of the kids in 70/80s decade, my childhood life was also made immensely colorful by the umpteen stories revolving around invincible Gods and Godesses, Devas, Asuras, Rishis, National/Historical heroes, and brave warriors. My favorite was Jataka Tales & Birbal. They’re still very much available though and even have a website where they ship their comics worldwide. Everything’s exactly the same, except they don’t run ads anymore and print on better paper, even have hardcover editions. 

Indrajal comics brought us "Mandrake the Magician" and the "Phantom". Amar Chitra Katha was Anant Pai / Mohandas team’s answer to Western comics, to teach Indian children their own heritage through a familiar medium, dealing mostly with Indian history, mythology and legends: even though the art and narration sucked in the beginning, it soon became much more professional.

The amazing story of Amar Chitra Katha started in 1967-68 when an attempt to translate the myriad tales from Indian history and culture into comics was made to cover a wide spectrum of titles. It was the creative genius and foresight of the legendary editor, Anant Pai and the entrepreneurial zeal and courage of the publisher G.L. Mirchandani, that gave birth to a brand which delighted generations of children as well as their parents, since then.

Through the medium of comics, Amar Chitra Katha brought to life the colourful mythologies and legends of India. "The Route to your Roots" was the catch phrase coined to describe the efforts of Amar Chitra Katha to tell tales of heroes and heroines from Indian mythology, history and folklore.

"ACK - The Acrobat - Buddhist Tales"
These comics enriched my storehouse of stories manifold. I still feel that my knowledge of folk tales, tales from Buddhist Jatakas, Jainism, Panchtantra, classics of various Indian languages and Hindu myths is much more than most others. All thanks to Amar Chitra Katha which made me associate each story with beautiful illustrations and well chosen dialogues.

Amar Chitra Katha touches the roots of our hearts because we identify and relate ourselves to it in a more natural way which does not happen with Phantom and/or Mandrake comics even though they too make interesting reading.

Nowadays we live in bay area where there is a large Asian population. Time to time I buy these comics books from my kid's School's 'Book Sale' event. Most of these books are based on famous historical figures or on Hindu or Buddhist religious stories. Some of the interior art is not of as high quality, but the covers are great. 

~ ~ ~ * ~ ~ ~

In today's post we have a set of Buddhist Tales - "The Acrobat". The first, 'The Acrobat', is about Ugrasena's transforming from the royal treasurer's son to an acrobat to a follower of Buddha. In the second story, 'The Harvest', Buddha teaches a farmer about the benefits of detachment. Buddha explains the ills of desire to the young Prince Kumara in the third story, 'The Golden Maiden', and finally, 'Buddha and Krisha Gautami', is one of the more famous stories, wherein Buddha teaches the distraught Gautami about the inevitability of death. 

The Acrobat
(Size: 13.5 MB)



Saturday, September 3, 2016

The Smurfs and the Egg

The Smurfs are strange creatures, about three apples high, who live in a hidden village, love sarsaparilla and speak an extremely annoying language known as 'Smurf'. They have terrible singing voices, too. 

PLOT:
Imagine an egg that can make your wishes come true! That's just what the Smurfs find when gathering the ingredients to make a cake! But it all leads to no good, when all the Smurfs become consumed with greed! 

The Smurfs Graphic Novels (Book# 5 - June, 2013)



Authors:
Yvan Delporte was a writer often credited with helping to usher in the "Golden Age" of Franco-Belgian comics. Best known for his work on "Smurfs," Delporte also served as Editor-In-Chief for the comics magazine "Spirou," helping to create the memorable comics character "Gaston Lagaffe."

Peyo created The Smurfs in his comic strip "Johan and Peewit". Peyo wrote and drew over 8 extremely popular titles in Europe throughout his storied career. In 2008 the country of Belgium celebrated what would have been his 80th birthday by issuing a 5 Euro coin featuring his creation, The Smurfs.

~ ~ ~ ~ ~ ~ ~

So what are you waiting for? Say 'Thanks', and start reading here one of the funniest Smurfs stories: "Smurfs and the Egg


Smurfs and The Egg
(Size: 7.6 MB)

Saturday, August 27, 2016

ACK - Further Stories from the Jatakas

Back in 80s we grew up on "Amar Chitra Katha" comics (in both Bengali and English). These old Indian comics were one of the four pillars of my childhood reading, the other three being Indrajaal, ChandaMama and Tintin's adventires. The popular  Asterix came much later in my life. Like most of the kids in 70/80s decade, my childhood life was also made immensely colorful by the umpteen stories revolving around invincible Gods and Godesses, Devas, Asuras, Rishis, National/Historical heroes, and brave warriors. My favorite was Jataka Tales & Birbal. They’re still very much available though and even have a website where they ship their comics worldwide. Everything’s exactly the same, except they don’t run ads anymore and print on better paper, even have hardcover editions. 

Indrajal comics brought us "Mandrake the Magician" and the "Phantom". Amar Chitra Katha was Anant Pai / Mohandas team’s answer to Western comics, to teach Indian children their own heritage through a familiar medium, dealing mostly with Indian history, mythology and legends: even though the art and narration sucked in the beginning, it soon became much more professional.

The amazing story of Amar Chitra Katha started in 1967-68 when an attempt to translate the myriad tales from Indian history and culture into comics was made to cover a wide spectrum of titles. It was the creative genius and foresight of the legendary editor, Anant Pai and the entrepreneurial zeal and courage of the publisher G.L. Mirchandani, that gave birth to a brand which delighted generations of children as well as their parents, since then.

Through the medium of comics, Amar Chitra Katha brought to life the colourful mythologies and legends of India. "The Route to your Roots" was the catch phrase coined to describe the efforts of Amar Chitra Katha to tell tales of heroes and heroines from Indian mythology, history and folklore.

"ACK - Further Stories from the Jatakas"

These comics enriched my storehouse of stories manifold. I still feel that my knowledge of folk tales, tales from Buddhist Jatakas, Jainism, Panchtantra, classics of various Indian languages and Hindu myths is much more than most others. All thanks to Amar Chitra Katha which made me associate each story with beautiful illustrations and well chosen dialogues.

Amar Chitra Katha touches the roots of our hearts because we identify and relate ourselves to it in a more natural way which does not happen with Phantom and/or Mandrake comics even though they too make interesting reading.

Nowadays we live in bay area where there is a large Asian population. Time to time I buy these comics books from my kid's School's 'Book Sale' event. Most of these books are based on famous historical figures or on Hindu or Buddhist religious stories. Some of the interior art is not of as high quality, but the covers are great. 

~ ~ ~ * ~ ~ ~

In today's post we have a nice "Jataka Tales" - the Jataka Tales actually come from a very old Buddhist source, written in the 'Pali' language. Of the original tales there are around 500 stories, but can be more...

Further Stories
from the Jatakas
(Size: 19 MB)



Friday, August 12, 2016

অজানা টিনটিন - অজগরের মুখোমুখি

ছবির গল্প পড়ে ভয় পাওয়ার ব্যাপারটা প্রথম শুরু হয়েছিলো টিনটিনের "মমির অভিশাপ"-এর সেই দুর্ধর্ষ চরিত্র 'রাসকার কাপাক"-কে দেখে। সেই সময়ে ঘুমের মাঝেও অনেকবার (দু:)স্বপ্ন দেখে চমকে গিয়ে জেগে উঠতাম। মন্ত্রবলে মানুষকে অবশ করে দেওয়ার ঘটনা অবশ্য বেতালের (তান্ত্রিক হুগান) কাহিনীতেও আছে, কিন্তু সেখানে গা-ছমছমের কোনও ব্যাপার ছিল না। ময়ূখ চৌধুরীর "আগন্তুক" পড়েও কিছুটা রোমাঞ্চ জেগেছিলো, কিন্তু সেটা রাসকার কাপাকের মতো করে নয়। ইনকাদের প্রতি নতুন করে আগ্রহ জাগিয়ে তুলেছিলো টিনটিনের "সূর্য্যদেবের বন্দি"।       

ছোটবেলায় টিনটিন পড়তে গিয়ে "Ligne Claire" বলে যে কোনও কিছু থাকতে পারে সে বিষয়ে কোনও ধারনাই ছিলো না। কারণ গল্পগুলো অ্যাতোটাই টানটান আর আকর্ষণীয় ছিল যে কমিকস পড়ছি বলে মনেই হতো না। অনেকে বলেন যে আমাদের দেশের "টিম্পা"ও নাকি টিনটিনের মতোই আকর্ষণীয় চরিত্র - কিন্তু টিম্পার গল্প পড়ে আমার কখনোই আহামরি বলে মনে হয়নি। স্পীচ বাবলের আধিক্য যে কমিকসের ক্ষতি করে, সেটা অনেক কমিকস-লেখকই খেয়াল রাখেন না। টিনটিনের সাথে বরং একমাত্র সত্যজিৎ রায়ের গোয়েন্দা ফেলুদার অ্যাডভেঞ্চারগুলোকেই এক সারিতে রাখা যায়।


টিনটিন - অজগরের মুখোমুখি (২০১৫)

১৯৩৪ সালের আগের টিনটিন আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী কালের টিনটিনের মধ্যে বেশ পার্থক্য ছিলো। হার্জ এর চিন্তাধারার আমূল পরিবর্তন লক্ষ্য করা যায় তরুণ টিনটিনের পরবর্তীকালের ভ্রমন কাহিনীগুলোতে। মজার ব্যাপার হলো টিনটিনের কাহিনীগুলি পড়ে কিন্তু বোঝা যায় না যে সে আসলে ইউরোপের কোন দেশের নাগরিক -  এমন কি সাংবাদিক টিনটিনের চরিত্রের মধ্যে বিশেষ কোনো ধর্মের প্রতি আনুগত্য খুঁজে পাওয়া যায় না। সময়ের সাথে তাল মিলিয়ে টিনটিনের শেষের দিকের অভিযানগুলো আরও তথ্যবহুল, পরিণত এবং মজাদার হয়ে উঠেছে। খুব জানতে ইচ্ছা করে যে আজ যদি হার্জ আমাদের মধ্যে বেঁচে থাকতেন তো টিনটিনকে তিনি একবিংশ শতাব্দীর কোন আন্তর্জাতিক ঘটনার মধ্যে নিয়ে গিয়ে ফেলতেন। 

টিনটিনকে নিয়ে করা স্পিলবার্গের অ্যানিমেশান ম্যুভি দেখেও আমার দারুণ লেগেছিলো, তবে আমি খুব আশা করেছিলাম যে প্রফেসর ক্যালকুলাসকেও সেখানে দেখতে পাবো। লালমোহন বাবু ছাড়া যেমন ফেলুদার কাহিনী অসম্পূর্ণ থেকে যায়, তেমনি প্রফেসর ক্যালকুলাস ছাড়া টিনটিনের গল্প ঠিক ভাবা যায় না। তবে স্পিলবার্গ তাঁর নিজের মতো করে টিনটিনের তিনটি গল্পকে একসাথে মিশিয়ে ম্যুভিটি তৈরী করেছিলেন, যেটা অনেক টিনটিন ভক্তরাই ভালো চোখে দেখেননি। তবে 3D অ্যাকশনে ভরা কাহিনীর গতি ছিলো বেশ আকর্ষণীয়, আর গ্রাফিক্স, শব্দ এবং অ্যানিমেশন নিয়ে কোনও কথা হবে না !!

~ ~ ~  *ঁ*  ~ ~ ~

আমাদের আজকের এই পোস্টে রইলো টিনটিনের এক ইন্দোনেশিয়ান  ভক্ত, কাকা রাই-এর লেখা ও আঁকা টিনটিনের আরেকটি নয়া অভিযান, "অজগরের মুখোমুখি" - তবে এই ধরণের সংক্ষিপ্ত গল্পগুলিকে হার্জের লেখা টিনটিনের মূল গল্পদের সাথে তুলনা করাটা উচিত হবে না, এগুলোকে স্রেফ ফ্যান-ফিকশান (pastiche) হিসাবে পড়াই ভালো ! 

এই গল্পে দেখা যায় যে মার্লিনস্পাইকে হঠাৎ করে এক বিশাল অজগর সাপের আবির্ভাব ঘটেছে - ঘটনাক্রমে সে জনসনকে গিলে খেয়ে ফেলার উপক্রম করেছে, এমন সময় কাকা রাই ঘটনাস্থলে উপস্থিত হয়ে, এক দারুণ উপায়ে সেই সাপকে ঘায়েল করে ফেলে...  কিভাবে ?  সেটা জানতে গেলে তো আমাদেরকে পড়তেই হবে টিনটিনের এই নয়া অভিযানটি। 

এই কমিকসটির প্রচ্ছদপট অলংকরণে সহায়তা করেছেন আমাদের সকলের প্রিয় রূপক ঘোষ মহাশয়। অনেক ধন্যবাদ ও প্রশংসা রইলো তাঁর জন্যে... 

Credits:
Script & Drawings: Kaka Rai
First Release (Blog): 2015
Translation: Kuntal & Rupak 
Baundule (7 MB)
অজগরের মুখোমুখি 
   (Size: 8.7 MB)

Saturday, August 6, 2016

অজানা টিনটিন - জাভাতে টিনটিন

আমার পড়া টিনটিনের প্রথম অ্যাডভেঞ্চার ছিলো "কাঁকড়া রহস্য", সৌজন্যে সেই বড়ো সাইজের "আনন্দমেলা" পত্রিকা। সেই বছরেই বাবার হাত ধরে আমি গুটি গুটি পায়ে হাজির হলাম গিয়ে ময়দানে, কলকাতা-বইমেলায়। মেলায় ঢুকে 'টিনটিনের বিজ্ঞাপন' সাঁটকানো এক ইংরেজী পাবলিশার্সের স্টলে ঢুকলাম - উদ্দেশ্য একটাই, টিনটিনের একটা নতুন বই কেনা। স্টলে ঢুকে দেখলাম বিশাল হলের ঠিক মাঝামাঝি জায়গায় একটা বড় টেবিলের সিংহভাগ জুড়ে স্তুপাকারে রাখা হয়েছে টিনটিনের বেশ কয়েকটি অ্যাডভেঞ্চার কমিকস - প্রতিটি গল্পের অন্তত: খান তিরিশেক করে কপি রয়েছে - পেপারব্যাক হলেও বাইন্ডিং বা পাতার কোয়ালিটি, কোনোটারই তুলনা হয়না। এক নিমেষে সেখান থেকে তুলে নিলাম "The Crab With The Golden Claws" কমিকসটা !! অথচ টিনটিনের এই গল্পটা আমার অলরেডি পড়া হয়ে গেছে - বস্তুত: টিনটিনের এই একটা গল্পই আমার সর্বসাকুল্যে পড়া, তবু কেন যে ঠিক সেইটাই আমি পকেটখালি করে কিনে ফেললাম, তার কোনো যুক্তিসম্মত ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় - এটাকেই হয়তো বলে 'যুক্তিহীন ভালোবাসা' সেই সময়ের ভারতীয় টাকায় ডলারের দাম ছিলো ১৮টাকার একটু বেশি - তাই, ওই একটা বই কিনতেই আমাদের দুজনের পকেটেরই বেশ করুন অবস্থা! বাবা তো প্রথমে বিশ্বাসই করতে পারেননি যে অ্যাতো টাকা ব্যয় করে আমি একটা সামান্য কমিকস বই কিনবো, কিন্তু আমার মুখচোখের অস্বাভাবিকতা দেখে আর না-বলতে পারেননি !!

বেশ কয়েক বছর বাদে এলো টিনটিনের দ্বিতীয় বই: "The Calculus Affair" - ঢাকুরিয়ার গোলপার্কের এক পুরানো বইয়ের দোকান থেকে, আশির দশকে - অনেক দর-কষাকষির পর দাম নিয়েছিলো ১৪টাকা। তখন ইংরেজী বইপড়ায় একেবারেই অভ্যস্ত ছিলাম না - অগত্যা A.T. Dev-এর গোদা ডিকশনারি সঙ্গে নিয়ে শুরু হয়েছিলো আমার ট্রান্সলেট করে করে টিনটিন পড়ে চলা। ক্যুইক রেফারেন্সের জন্যে অঙ্কের খাতা থেকে সাদা পাতা ছিঁড়ে ছিঁড়ে সেই কমিকস বইয়ের দু'পাতার মাঝে, আলাদা করে গুঁজে দিতাম। সেই সাদা পাতাতে লেখা থাকতো ওই দুই পাতার অজানা ইংরেজি শব্দগুলোর বাংলা মানে। ট্রান্সলেশনের ভূতটা হয়তো সেই তখন থেকেই আমার মাথার মধ্যে গেঁড়ে বসতে শুরু করেছিলো !!  ইতিমধ্যে ফেলুদার 'সোনার কেল্লা' বড়ো পর্দায় দেখে ফেলেছি - ট্রেনেতে বসে তোপসের টিনটিন পড়ে চলা দেখে আমিও বেজায় প্রভাবিত। তাই পুরী বেড়াতে যাবার সময় তোড়জোড় করে টিনটিনের কমিকস বইটি মলাট দিয়ে, সঙ্গে করে নিয়ে যাওয়া হলো, ট্রেনেতে পড়ার জন্যে। কিন্তু ট্রেনের ঝাঁকুনিতে পাছে বইয়ের অযত্ন হয়, এই আশঙ্কায় সেই বই আমি কোলে করে বসে, না-খুলেই সময় কাটিয়ে দিলাম - নিজেও পড়িনি, কাউকে পড়তেও দিই নি !!


জাভাতে টিনটিন
জাভাতে টিনটিন (২০১৫)
নিজের কথা ছেড়ে এবার আসা যাক একটু ইন্টারেস্টিং ব্যাপারে।  ইন্টারনেটের দৌলতে আজকাল টিনটিনের বেশীরভাগ 'টিপস/ট্রিভিয়া' ফ্রীতেই পড়তে পাওয়া যায়। এদের মধ্যে নিকোলাস স্যাবোরিন-এর সাইটটি ছিলো চমৎকার, কিন্তু দুর্ভাগ্যবশত: সেটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। জিম বেলা বলে এক ভদ্রলোক টিনটিনের বিভিন্ন বইয়েতে থাকা ছোটখাটো ভুল-ত্রুটিগুলো একসাথে জড়ো করে এক বিশাল তালিকা বানিয়েছেন। আগ্রহী পাঠকেরা ওখানে একবার ঢুঁ মেরে আসতে পারেন।

আর্টিস্ট হিসাবে হার্জ ছিলেন খুঁটিনাটি-ডিটেলেসের ব্যাপারে অসম্ভব মনোযোগী। কোনও গল্প শুরু করার আগে তিনি সেই গল্পের প্লট বা চরিত্রদের নিয়ে নানান রকম অ্যাঙ্গেল দিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিতেন। অজস্র ফটো, ছবির কাটিং সংগ্রহ করতেন, পরবর্তীকালে সেগুলোকে রেফারেন্স হিসাবে ব্যবহার করে ছবি আঁকতে। কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু ভুল অজান্তে তাঁর নজর এড়িয়ে গিয়েছিলো। 'মাইকেল ফার' তাঁর ‘Tintin - The Complete Companion’ বইতে এরকম বেশ কিছু প্রসঙ্গের উল্লেখ করেছেন। এগুলির মধ্যে একটি মজাদার ঘটনা উল্লেখ করে আমরা আজকের পোস্ট শেষ করবো।

'ফারাওয়ের চুরুট' প্রথমে বার হয়েছিল সাদা-কালো ভার্সনে - পরে যখন সেটিকে রঙিন এডিশনে বার করা হয়, ততদিনে টিনটিনের 'চন্দ্রলোকে অভিযান'-এর রঙিন এডিশনও প্রকাশিত হয়ে গেছে। আর সময়ের এই দোটানায় পড়ে গিয়ে হার্জ, একটা ক্রোনোলজিকাল 'কেলো' করে বসেন।
টিনটিন - ফারাওয়ের চুরুট
সময়ের দিক থেকে 'ফারাওয়ের চুরুট' হলো গিয়ে 'চন্দ্রলোকে অভিযান'-এর অনেক আগেকার গল্প, কিন্তু গল্পের পাতায় দেখা যায় যে শেখ "পাত্রাশ পাশা" টিনটিনকে তাদের চন্দ্র অভিযানের বইটাই দেখাচ্ছে !! সুতরাং প্রশ্ন হচ্ছে, ভবিষ্যতে হতে চলা চন্দ্র-অভিযানের বইটি ওই শেখের হাতে এলো কি করে ? 
~ ~ ~  *ঁ*  ~ ~ ~

আমাদের আজকের এই পোস্টে রইলো টিনটিনের এক ইন্দোনেশিয়ান অন্ধ ভক্ত কাকা রাই-এর লেখা ও আঁকা টিনটিনের আরো একটি নয়া অভিযান, "জাভাতে টিনটিন" - তবে এই ধরণের সংক্ষিপ্ত গল্পগুলিকে হার্জের লেখা টিনটিনের মূল গল্পদের সাথে তুলনা করাটা উচিত হবে না, এগুলোকে স্রেফ ফ্যান-ফিকশান (pastiche) হিসাবে পড়াই ভালো ! এই গল্পতে দেখা যায় যে টিনটিন ইন্দোনেশিয়ার সুবিখ্যাত জাভা আইল্যান্ডে বেড়াতে গিয়েছেন, এবং লেখক স্বয়ং টিনটিনের সাথে সাথে রয়েছেন, ঠিক যে রকমটি ভাবে আমরা আমাদের কিশোর বয়সে টিনটিনের সাথে মনে মনে রোল-প্লে করে খেলে চলতাম আর কি !! 

Credits:
Script & Drawings: Kaka Rai
First Release (Blog): 2015
Translation: Kuntal & Rupak 
Baundule (7 MB)
জাভাতে টিনটিন 
   (Size: 9.1 MB)