Monday, July 14, 2014

বাংলায় ডালটনেরা...

বাংলায় Luky Luke পড়া শুরু করেছিলাম "মা ডালটন" দিয়ে - বাংলাতে অনুবাদিত সবথেকে হাসির "লাকি লুক"-এর গল্প মনে হয় এটাই - অন্তত: আমার কাছে !! সেই সুদূর অতীতে এই কমিকসটি প্রথম পড়ে এমন হাসি পেয়েছিলো যে লাকি লুকের বাকি পর্বগুলোও ঝটপট করে পড়ে ফেলি গ্রোগাসে ভাত গেলার মতো করেই !! এতো তুচ্ছ তুচ্ছ ঘটনা দিয়ে যে এতো সুন্দর করে কমিকস বানানো যায়, তা ভাবলেই  অবাক হয়ে যেতে হয়।  

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস বেশ কিছু অসাধারণ কমিকস চিত্রশিল্পীর জন্ম দিয়েছে। এখানকার শহরের রাস্তায় পাশের বিভিন্ন দেওয়ালেই দেখা যায় বিভিন্ন কমিকস চরিত্রদের নিয়ে আঁকা ছবি ও কার্টুন। আমাদের প্রিয় কমিকস হিরো টিনটিন, লাকি লুক তো আছেই এছাড়াও রয়েছেন গিল জর্ডন, মারসুপিলামি, গ্যাসটন, ও আরো অনেকে। ব্রাসেলস কমিকস স্ট্রিপ রুট নামে একটি রাস্তাও রয়েছে।

Lucky Luke Comic Strip mural - painted by D. Vandegeerde and G. Oreopoulos in 1992

টিনটিনের গল্পের মতোই লাকি লুকের গল্পগুলিতে ছবি বাদ দিয়ে শুধু লেখাগুলো পড়লে তেমন আহামরি মোটেও লাগবে না। কিন্তু ছবির ফ্রেমগুলি এমন করে আঁকা হয়েছে যে গল্পের সাথে গ্রাফিক ড্রয়িং একে অপরের হাত ধরে চলেছে, আর পুরো ব্যাপারটাই উঠেছে সিনেম্যাটিক। 

আধুনিক প্রযুক্তির সোশ্যাল চ্যাটের অমোঘ আকর্ষণ, ভিডিও গেমস, আইফোন-ট্যাবের সাথে পাল্লা দিয়েও যে লাকি লুকের ডিমান্ড বেড়ে চলেছে, সেটা ভেবেও খুব ভালো লাগে। আর সেই চাহিদাকে তোল্লাই দেবার জন্যেই আমি এই পোস্টে তিনটি লাকি লুকের বাংলায় প্রকাশিত গল্প কমিকস-পাঠকদের কাছে তুলে ধরলাম। 

এখানে বলে রাখা ভালো যে কোনো ব্যবসায়িক উদ্দেশ্য পরিপূরণ করার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই - স্রেফ Goscinny-র কমিকসের প্রতি ভালবাসা থেকেই এই time consuming কাজটা করলাম। আশা করবো যারা ডাউনলোড করবে, তারা এই কমিকস পড়ার জন্যেই করবে - নিজেদের ব্লগ-এ ব্যাবহার করে  কোনও ব্যাবসায়িক দুরভিসন্ধির বশবর্তী হবে না। 

So, what are you waiting for? 
       Say 'Thanks' and start reading now...


       ওয়েস্টার্ন সার্কাস


2 comments:

  1. dada go, etai aami chaichhilum...........banglai...........aha boro khushi holum..........ekhuni porbo.......r r jodi samvob hoi aro deben plz..............

    Iznogoud er o nam sunechhi...kintu porar souvagyo hoi ni..........ota ki by any chance banglai paoa jabe (kono 1ta blog e alochana te porechhilum 2-1 ta issue banglai beriechhilo!).....jodi thake tahole........mane bujhtei parchhen r ki!!!!!!

    ReplyDelete
  2. thanks a looooo..............oooooot ............ banglai luky luke berieche tai jantam na ........... megh na chaitei jal .......... anek dhanyobad apnake .................

    ReplyDelete