Saturday, August 9, 2014

দুরন্ত নৌকা ভ্রমণ

লেখক 'নারায়ন গঙ্গোপাধ্যায়' আর 'প্যালা' এই দুটো শব্দ পাশাপাশি রাখলে, তৃতীয় যে শব্দটার আবির্ভাব হবে সেটা প্রায় আমরা অনেকেই জানি - সেটা হলো "টেনিদা" !! বাংলা সাহিত্যের অসাধারণ হাসির চরিত্রগুলির মধ্যে টেনিদা বেশ উপরের দিকে থাকবে বলেই আমার বিশ্বাস।  

বহুবছর আগেকার এক পূজাবার্ষিকীতে প্রকাশিতগল্পে নারায়ন গঙ্গোপাধ্যায় এক 'প্যালারাম' চরিত্রের কথা লিখেছিলেন। সেই মজার গল্পের 'প্যালা'-ও ছিলো পটলডাঙারই বাসিন্দা - তবে সেই গল্পে কোন টেনিদা ছিলো না, না কোন হাবুল, বা ক্যাবলা। 


এই পোস্টে দেওয়া হলো সেই প্যালার গল্পটি - হতেই পারে এটাই নারায়ন গঙ্গোপাধ্যায় রচিত 'প্যালার' সর্ব প্রথম গল্প।   




1 comment:

  1. eta aage pora chhilo...abar porlam.........satyi asadharan! 'apni na ekta bhombol/gombol/tombol' asadharan!

    ReplyDelete